ভারতের
পশ্চিমবঙ্গ ভেঙে জঙ্গলমহল নামে নতুন রাজ্য তৈরীর দাবী জানিয়েছেন বিজেপি
এমপি সৌমিত্র খাঁ। এ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে নানা যুক্তিও দিয়েছেন
বিষ্ণুপুরের এই এমপি। প্রতিবেদনে বলা হয়, বৃটিশ আমলে জঙ্গলমহল আলাদা যেলা
ছিল। ১৮০৫ সালে ঐ যেলা তৈরী হয়েছিল যার মধ্যে এখনকার বর্ধমান, বীরভূম,
বাঁকুড়া, মেদিনীপুর ও হুগলী যেলার কিছু অংশ ছিল। বর্তমান সরকার তো বটেই,
চিরকাল জঙ্গলমহলের মানুষেরা বঞ্চিত হয়েছেন।
এদিকে উন্নয়নবঞ্চিত হওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গ ভেঙ্গে পৃথক
উত্তরবঙ্গ রাজ্যের দাবী তুলেছেন আলিপুর দুয়ারার বিজেপি এমপি জন বার্লা। অন্যদিকে গত নির্বাচনে ভারতের ত্রিপুরা রাজ্যের অতীত রাজ পরিবারের সর্বশেষ ১৮৬তম ‘মহারাজা’ প্রদ্যোত-এর দল তিপ্রা-মথা সেখানকার ২৮টি আসনের ১৮টিতেই জয়লাভ করার পর এখন মহারাজা প্রদ্যোত ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’ রাজ্যের দাবীতে মাঠে নেমেছেন।
[আঞ্চলিক বা ভাষা ভিত্তিক সংকীর্ণ জাতীয়তাবাদ মদের সাথে তুলনীয়। এগুলি কেবল মানুষে মানুষে ভেদাভেদ বাড়ায় এবং সমাজে বিপর্যয় সৃষ্টি করে। প্রচলিত গণতন্ত্র এই ভেদাভেদকে আরও উসকে দেয়। ফলে পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলি কখনোই কোন ইস্যুতে ঐক্যবদ্ধ হ’তে পারে না। ভারতে এর তিক্ত ফল ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে। যা অদূর ভবিষ্যতে ভারতকে টুকরা টুকরা করে দিতে পারে। এর বিষবাষ্প বাংলাদেশের ঐক্য ও সংহতিকেও বিনষ্ট করতে পারে। অতএব সংশ্লিষ্টগণ সাবধান!
পক্ষান্তরে ইসলামী জাতীয়তাবাদ এক আল্লাহর দাসত্বের অধীনে ধর্ম-বর্ণ-ভাষা ও অঞ্চল নির্বিশেষে সকল মানুষের ঐক্যবদ্ধ শান্তির সমাজ কায়েম করে। মুসলিম রাজনীতিবিদরা বিষয়টি উপলব্ধি করুন! (স.স.)]।