ভারতের
৯৫ শতাংশ গরুর গোশত ব্যবসায়ী হিন্দু বলে মন্তব্য করেছেন দিল্লী হাইকোর্টের
সাবেক প্রধান বিচারপতি রাজেন্দ্র সাচার। এক সমাবেশে উত্তর প্রদেশের দারিতে
গরুর গোশত খাওয়ার মিথ্যা অপবাদ রটিয়ে মুহাম্মাদ আখলাক নামে এক বৃদ্ধকে
পিটিয়ে হত্যা করা প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ৯৫ শতাংশ গরুর গোশত
ব্যবসায়ী হিন্দু হওয়া সত্ত্বেও গোশত খাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে
হত্যা করা হ’ল। এটা মানবতার মৃত্যু।
এদিকে ‘ভারতে একজন মুসলিম ব্যক্তির চেয়ে একটি গরু বেশী সুরক্ষিত’ পার্লামেন্টে এই মন্তব্য করে হুলুস্থূল ফেলে দিয়েছেন কংগ্রেস নেতা ও লেখক শশী থারুর। সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে যে বিতর্ক চলছে, তাতে অংশ নিয়ে মিঃ থারুর এই মন্তব্য করেন।