স্বদেশ

মিসরে হিফয প্রতিযোগিতায় বাংলাদেশী ছাত্রের প্রথম স্থান অর্জন

মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয় আয়োজিত ২০০৯-১০ সেশনে হিফয প্রতিযোগিতায় বাংলাদেশী ছাত্র হাফেয মুহাম্মাদ গোলামুর রহমান প্রথম স্থান অর্জন করেছে। গত ১৮ জুলাই কায়রোর নাসের সিটির আল-আযহার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন নব মনোনীত শায়খুল আযহার ডঃ আহমাদ তৈয়্যব। উল্লেখ্য, আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মুহাম্মাদ গোলামুর রহমান চট্টগ্রাম যেলার চুনতী কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিছ মাওলানা মুহাম্মাদ আব্দুল হাই নিযামী ও যোবায়দা খাতুনের চতুর্থ সন্তান।

সঊদী আরবে জনশক্তি রফতানী হ্রাস

সঊদী আরবসহ মধ্যপ্রাচ্যের সব দেশে শ্রমিক গমন মারাত্মক কমে গেছে। ২০ জুলাই এক সেমিনারে বলা হয়, ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত সঊদী আরবে ২৫ লাখ বাংলাদেশী শ্রমিক গমন করেছে। যা মোট জনশক্তি রফতানির ৩৯ শতাংশ। কিন্তু সম্প্রতি সঊদী আরবে বাংলাদেশী শ্রমিক রফতানীতে বড় ধরনের ধস নেমেছে। ২০০৮ সালে ১ লাখ ৩২ হাযার ১২৪ বাংলাদেশী শ্রমিক সঊদী আরবে যায়। কিন্তু ২০০৯ সালে দেশটিতে বাংলাদেশী শ্রমিক গেছে মাত্র ১৪ হাযার ৫৬৬ জন। বর্তমান সরকারের ১৫ মাসে সেখানে গেছে মাত্র ১৬ হাযার ৯২১ বাংলাদেশী কর্মী। একই সময় সেখান থেকে ফিরেছে ৩১ হাযার ৩০৬ জন। গত ১৫ মাসে কুয়েতে গেছে মাত্র ২১ কর্মী। অথচ দেশটিতে গড়ে প্রতিবছর ৩০ থেকে ৪০ হাযার বাংলাদেশী যেত।

মাদরাসা বোর্ড জঙ্গী উৎপাদনের কারখানা

-আইন প্রতিমন্ত্রী

আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘বিশ্বের আর কোন দেশে মাদরাসা বোর্ড নামে কোন শিক্ষা বোর্ড নেই। মাদরাসা শিক্ষা বোর্ড বন্ধের মাধ্যমে জঙ্গী উৎপাদনের কারখানা বন্ধ করা হবে’। গত ২৩ জুলাই জাতীয় প্রেসক্লাবে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে আয়োজিত ‘যুদ্ধাপরাধ ও জামায়াতের রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[মন্তব্য নিষ্প্রয়োজন। -সম্পাদক]

মর্মান্তিক

দাবীকৃত টাকা না পেয়ে অক্সিজেন সিলিন্ডার খুলে নেয়ায় রোগীর মৃত্যু

গত ১৭ জুলাই মুহাম্মাদ আমীর হোসেন (৬০) নামের এক হার্টের রোগীকে লক্ষ্মীপুর যেলার সরকারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর রোগীর অক্সিজেনের প্রয়োজন দেখা দেয়। এ সময় হাসপাতালের ব্রাদার মুনাফ খান অক্সিজেন লাগানো বাবদ রোগীর বড় ভাইয়ের কাছে ২০০ টাকা দাবী করেন। তখন হাতে থাকা নগদ ৭০ টাকা দিয়ে অনেক অনুনয়-বিনয় করে অক্সিজেন সিলিন্ডার লাগানো হয়। এরপর রাত আটটার দিকে ঐ ব্রাদার অক্সিজেন সিলিন্ডারটি নিয়ে যেতে আসেন। এ সময় তারা ব্রাদারের হাত চেপে ধরে অনেক কাকুতি-মিনতি করেন অক্সিজেন সিলিন্ডারটি যেন না খোলা হয়। পাশের রোগীরাও অনেক করে না করেন। কিন্তু কারো কথা না শুনে নিষ্ঠুর মুনাফ আমীর হোসেনের নাক থেকে অক্সিজেন সিলিন্ডারটি খুলে ফেলেন। অক্সিজেন খোলার সাথে সাথেই তিনি মারা যান।

অপরাধ করে পার পেয়ে যাওয়ার মানসিকতা পুলিশ বাহিনীর সদস্যদের ভুলে যেতে হবে

-হাইকোর্ট

পুলিশ বাহিনীর সদস্যরা মনে করে অপরাধ করলে তারা পার পেয়ে যাবে। এ মানসিকতা তাদের ভুলে যেতে হবে। তাদের দায়িত্ব দেশের জনগণকে রক্ষা করা। অথচ তারাই মানুষকে হত্যা করে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। রাজধানীতে পুলিশের হেফাযতে সম্প্রতি পৃথক তিনটি মৃত্যুর ঘটনায় দায়ের করা রিট আবেদনের শুনানিতে উক্ত মন্তব্য করেন হাইকোর্ট। আদালত আরো বলেন, নিরাপত্তা হেফাযতে এভাবে আর কারো মৃত্যু দেখতে চাই না। এ ধরনের ঘটনাকে অপরাধ হিসাবে উল্লেখ করে আদালত বলেন, অন্যদের জেল হ’লে তাদের (পুলিশ) ফাঁসি হওয়া উচিত। বিচারপতি এ.এইচ.এম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মুহাম্মাদ যাকির হোসেনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এ মন্তব্য করে।

উদগিরণের ঝুঁকিতে তিতাস গ্যাসক্ষেত্র

বড় ধরনের ‘ব্লো আউট’ বা গ্যাস উদগিরণ দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র তিতাস। ক্ষেত্রটির বর্তমানে উৎপাদনে থাকা সবগুলো (১৪টি) কূপের গোড়া দিয়েই এখন গ্যাস উদগিরণ হচ্ছে। ক্ষেত্রের আশপাশ এলাকার নদী, ফসলি জমিসহ অন্যান্য ভূমি ফুঁড়েও বেরুচ্ছে গ্যাস। প্রায় পাঁচ বছর ধরে এভাবে কোটি কোটি টাকার গ্যাস বাতাসে মিলিয়ে যাচ্ছে। গ্যাসের এই উদগিরণের মধ্যেই অতি ঝুঁকি নিয়ে বসবাস করছে আশপাশের বিপুলসংখ্যক জনগোষ্ঠী। উল্লেখ্য, দেশে উৎপাদিত মোট গ্যাসের ২০ শতাংশ পাওয়া যায় এ ক্ষেত্র থেকে। এখানে উত্তোলনযোগ্য গ্যাস মজুদের পরিমাণ ৬ দশমিক ৩৬ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এর মধ্যে ৩ দশমিক ১০ টিসিএফ গ্যাস উৎপাদন করা হয়েছে। বর্তমানে দেশে দৈনিক ২৫০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে গ্যাস উৎপাদন হয় ১৯৮ কোটি ঘনফুট। দৈনিক গ্যাস ঘাটতির পরিমাণ ৫২ কোটি ঘনফুট।

বাহাত্তরের সংবিধান পুরোপুরি বাস্তবায়ন করা যাবে না

-ওবায়দুল কাদের

বাহাত্তরের সংবিধান  পুরোপুরি বাস্তবায়ন  করা যাবে না বলে  মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। গত ২৪ জুলাই বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘বর্তমান রাজনীতি ও ’৭২-এর সংবিধান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ‘সংবিধান কোন ধর্মগ্রন্থ নয় যে সংশোধন করা যাবে না। মানুষের প্রয়োজনেই সংবিধান। সেজন্য সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে আওয়ামী লীগ ৭২-এর সংবিধানে ফিরে যাচ্ছে। তবে ৭২-এর সংবিধান পুরোপুরি বাস্তবায়ন সম্ভব নয়’।

বিদেশ

আফ্রিকার ২৬টি দেশের চেয়ে বেশী দরিদ্র ভারতের ৮টি রাজ্যে

দারিদ্রে্যর ওপর আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত এক জরিপ থেকে বিস্ময়কর তথ্য পাওয়া গেছে। এই জরিপে দেখা গেছে, আফ্রিকার ২৬টি দরিদ্রতম দেশে যত গরীব আছে, পশ্চিমবঙ্গ সহ ভারতের ৮টি রাজ্যে এর চেয়ে বেশী গরীব লোকের বাস। অন্য সাতটি রাজ্য হচ্ছে বিহার, ছত্রিশগড়, ঝাড়খন্ড, মধ্য প্রদেশ, উড়িষ্যা, রাজস্থান ও উত্তর প্রদেশ। এসব রাজ্যে দরিদ্র লোক রয়েছে ৪২ কোটি ১০ লাখ। আফ্রিকার ২৬টি দরিদ্রতম দেশের মোট জনসংখ্যা হচ্ছে ৪১ কোটি। বহুমুখী দারিদ্রে্যর সূচী (এমপিআই) নামের এই জরিপটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় সম্পাদন করেছে অক্সফোর্ড পোভার্টি এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (ওপিএইচডিআই)। সমীক্ষক দলের সদস্যরা বিশ্বের ১০৪টি দেশে বসবাসকারী জনগোষ্ঠীর জীবনমান নির্ধারণ নিয়ে কাজ করেছে। এই ১০৪টি দেশে বসবাসকারী মোট জনসংখ্যা হচ্ছে ৫২০ কোটি। এই সংখ্যা সারাবিশ্বের মোট জনসংখ্যার ৭৮ শতাংশ। সমীক্ষা পরিচালনার অধীন ১০৪টি দেশে বসবাসকারী মোট ১৭০ কোটি লোক দারিদ্র্যসীমার নীচে বসবাস করে। এর আগের সমীক্ষায় এই সংখ্যা ছিল ১৩০ কোটি। বিপুল এই জনগোষ্ঠীর প্রতি সদস্য গড়ে প্রতিদিন এক দশমিক ২৫ ডলারের কম আয় করে।

দুবাইয়ের কারাগারে বন্দী ভারতীয়রা দেশে ফিরতে চান না

ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হতে যাচ্ছে- এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছেন দুবাইয়ের জেলে আটক ভারতীয় বন্দীরা। তারা বলেছেন, ভারতে তারা ফিরে যেতে চান না। সাজার পূর্ণ মেয়াদ তারা সংযুক্ত আরব আমিরাতেই কাটাতে চান। ভারতীয় কারাগারকে তারা ‘নরক’ বলে অভিহিত করেছেন।

অধিকাংশ মার্কিনের আস্থা হারিয়ে ফেলেছেন প্রেসিডেন্ট ওবামা

ক্ষমতা নেওয়ার মাত্র দেড় বছরের মাথায় অধিকাংশ মার্কিনের আস্থা হারিয়ে ফেলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত ১৩ জুলাই প্রকাশিত এক জনমত জরিপে দেখা যায়, প্রায় ৬০ শতাংশ ভোটার প্রেসিডেন্ট ওবামার প্রতি তাদের অনাস্থা জ্ঞাপন করেন। অথচ ১৮ মাস আগে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার সময় ৬০ ভাগের বেশী মার্কিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর ওপর দৃঢ় আস্থা প্রকাশ করেছিলেন। ওয়াশিংটন পোষ্ট ও এবিসি নিউজ যৌথভাবে জরিপটি চালায়।

ইনসাইক্লোপিডিয়ার আদলে আসছে ইলমপিডিয়া

ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় মুসলিম মোস্তফা প্যাটেল ভারতীয় কিছু তরুণকে নিয়ে উহকিপিডিয়ার একটি বিকল্প তৈরী করেছেন। এর নাম ‘ইলমপিডিয়া’। এটি একটি ইনসাইক্লোপিডিয়ার মতো। জুলাই মাসে এটি চালু করা হবে। ইংরেজী, আরবী, হিন্দী, উর্দূ, বাংলা এবং তামিল ভাষায় এটি পড়া যাবে। তাছাড়া স্প্যানিশ, সুইডিশ এবং মালয় ভাষায়ও এর সংস্করণ তৈরীর কাজ চলছে। ১০০ তরুণ বিনা পারিশ্রমিকে এজন্য কাজ করছেন। এদের মধ্যে ৫০ জন ভারতের। অন্যরা হ’লেন পাকিস্তান, মিসর, আলজেরিয়া ও আরব আমিরাতের।

নয়াদিল্লীতে প্রতি ৩ নারীর একজন নির্যাতনের শিকার

ভারতের  রাজধানী  নয়াদিল্লীতে প্রতি তিনজন  মহিলার মধ্যে অন্ততঃ একজন গত এক বছরে দুই থেকে পাঁচবার যৌন নির্যাতনের শিকার হয়েছে। দিল্লীর সরকার, জাতিসংঘের একটি সংস্থা ও স্থানীয় একটি নারী সংগঠনের যৌথ সমীক্ষায় এ তথ্য পাওয়া যায়। যৌথ সমীক্ষা ও গবেষণায় দেখা যায়, সব শ্রেণীর মহিলাই এ নির্যাতনের শিকার হচ্ছে। তবে সবচেয়ে বেশী আক্রান্ত হচ্ছে ১৫ থেকে ২০ বছর বয়সী মেয়েরা। আর্থিক দিক দিয়ে অস্বচ্ছল মহিলারা সবচেয়ে বেশী যৌন নির্যাতনের শিকার হচ্ছে। ভারতের রাজধানীর প্রায় পাঁচ হাযার মহিলার উপর পরিচালিত জরিপে বলা হয়, অটোরিকশা আর রাস্তার ধারগুলোই মহিলাদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হিসাবে বিবেচিত।

বর্তমানে বিশ্বের জনসংখ্যা ৬শ’ ৮০ কোটি

ওয়ার্ল্ড পপুলেশন গাইড পরিচালিত জরিপ মতে, গত বছর জুলাই মাসের সর্বশেষ শুমারী অনুযায়ী বিশ্বের জনসংখ্যা দাঁড়িয়েছে ৬শ’ ৮০ কোটি। প্রতি বছর জনসংখ্যা বদ্ধি পাচ্ছে ৭ কোটি ৮০ লাখ করে। বর্তমানে সর্বাধিক জনসংখ্যা অধ্যুষিত দেশ চীন, জনসংখ্যা ১৩৩ কোটি ৮৬ লাখ ১২ হাযার ৯৬৮ জন। দ্বিতীয় ভারত, জনসংখ্যা ১১৫ কোটি ৬৮ লাখ ৯৭ হাযার ৭৭৬ জন। জনসংখ্যার বিচারে বাংলাদেশের অবস্থান ৭ম।

প্রধান প্রধান ধর্মের ভিত্তিতে বিশ্বের জনসংখ্যা (২০০৭ সালের মাঝামাঝি) : খৃষ্টান ২১৯ কোটি ৯৮ লাখ ১৭ হাযার ৪০০ জন, মুসলমান ১৩৮ কোটি ৭৪ লাখ ৫৪ হাযার ৫০০, হিন্দু ৮৭ কোটি ৫৭ লাখ ২৬ হাযার, চীনা ৩৮ কোটি ৫৬ লাখ ২১ হাযার ৫০০, বৌদ্ধ ৩৮ কোটি ৫৬ লাখ ৯ হাযার, শিখ ২ কোটি ২৯ লাখ ২৭ হাযার ৫০০ ও ইহুদী জনসংখ্যা ১ কোটি ৪৯ লাখ ৫৬ হাযার।

বিশ্বের ভাষাভাষী মানুষ : সারাবিশ্বে ৬ হাযার ৯০৯টি চালু ভাষা রয়েছে এবং এর মধ্যে বর্তমানে ৩৮৯টি ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ১০ লাখেরও কম। বিশ্বে সবচেয়ে বেশী মানুষের ব্যবহৃত ভাষা হচ্ছে চৈনিক, স্প্যানিশ, ইংরেজী, আরবী, হিন্দী, বাংলা, পর্তুগীজ, রুশ, জাপানী ও জার্মান ভাষা।

বিশ্বে বসবাসযোগ্য সেরা নগরী ভিয়েনা

বিশ্বের সেরা বসবাসযোগ্য নগরী হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা। ১০৮ দশমিক ৬ পয়েন্ট পেয়ে এ স্থান দখল করে নগরীটি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা। জরিপে সিডনি ১০৬ দশমিক ৮ পয়েন্ট পেয়ে ১৮তম স্থানে রয়েছে। অস্ট্রেলিয়ার পার্থের অবস্থান ২১তম, ক্যানবেরা ২৬তম, অ্যাডলেট ৩২তম ও ব্রেসবেন ৩৬তম স্থানে রয়েছে। ‘দি ২০১০ মার্কার কোয়ালিটি অব লিভিং সার্ভে’ রাজনৈতিক, আর্থ-সামাজিক, পরিবেশগত, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবহনসহ ৩৯টি বিষয়ের তথ্যের ভিত্তিতে ঐ পরিসংখ্যান তৈরী করে। বিশ্বের ২২১টি শহরের উপর এ জরিপকাজ চালানো হয়।






বিষয়সমূহ: বিবিধ
চিংড়ী ব্যবসার আড়ালে চালের গুঁড়া দিয়ে ক্যাপসুল তৈরী করত খুলনার শাহনেওয়ায
অস্ট্রেলীয় পুলিশ মন্ত্রীর সততা
জাতীয় সংসদে মুনাজাত, করোনা মুক্তির ফরিয়াদ
প্রিন্স আব্দুল আযীয উদ্যোক্তা পুরস্কার জিতল বাংলাদেশী কিশোর (অন্ধকে পথ দেখাবে স্মার্ট কন্ট্রোল গ্লাস)
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলী আর নেই
ছিটমহল বিনিময়ের ৫ বছর : উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে সার্বিক চিত্র
আইসল্যান্ডবাসীর ২২ ঘন্টার ছিয়াম
বিশ্বের সেরা পদার্থ বিজ্ঞানীদের তালিকায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এ এ মামূন
জাদুকরী মাছের ব্যাংক হালদা সংরক্ষণে চাই সম্মিলিত উদ্যোগ
রামাযানে ৯৮ শতাংশ যাত্রী নৈরাজ্যের শিকার
করোনার কারণে দু’লক্ষাধিক বাড়তি শিশু জন্ম নিতে চলেছে ফিলিপাইনে
বাংলাদেশে তৈরী হ’ল ধান কাটার যন্ত্র
আরও
আরও
.