ভারতে
প্রতি ১৬ মিনিটে একজন নারী ধর্ষিতা হয়। সম্প্রতি দ্য ন্যাশনাল ক্রাইম
রেকর্ড ব্যুরো (এনসিআরবি) একটি রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্ট অনুযায়ী,
সেদেশে প্রতি ১৬ মিনিটে অন্তত একজন নারী ধর্ষিতা হয়। প্রতি ঘন্টায় একটি
মেয়েকে যৌতুকের জন্য তার শ্বশুরবাড়ির লোকেরা খুন করে। এনসিবির ঐ রিপোর্টে
আরও প্রকাশ পেয়েছে, প্রতি চার মিনিটে ভারতে একটি মেয়ে তার শ্বশুরবাড়ির লোক
অথবা স্বামীর হাতে নির্যাতিতা, লাঞ্ছিতা হয়। দেশটিতে প্রতি দু’দিনে একজন
মেয়ের ওপর অ্যাসিড আক্রমণ হয়। রেকর্ড এমনও বলছে, প্রতি ৩০ ঘন্টায় ভারতে
অন্তত একজন মেয়ে গণধর্ষণের শিকার হয়। আর প্রতি দু’ঘণ্টায় অন্তত একটি মেয়েকে
ধর্ষণের চেষ্টা করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, প্রতি ৬ মিনিটে ভারতে একটি
মেয়েকে অন্তত যৌন হেনস্থা করার চেষ্টা করা হয়। রিপোর্টে নারী পাচার
সম্পর্কে বলা হয়েছে, ভারতে প্রতি চার ঘন্টায় অন্তত একটি মেয়ে পাচার হয়ে
যায়।