মুহাম্মাদ গিয়াছুদ্দীন

ইবরাহীমপুর, কাফরুল, ঢাকা।

হে আল্লাহ! সকল প্রশংসা তোমার তরে

তুমি এক, অদ্বিতীয়, পথভ্রষ্ট করোনা মোরে,

জীবনের সকল মন্দ, হৃদয়ের গরিমা

হে আল্লাহ! দূর কর মোর মনের কালীমা।

এমন ঈমান দাও মোরে, যা যাবে না চলে

দৃঢ় ইয়াক্বীন দাও প্রভু, কুফরী যাবে টলে,

এমন রহমত দাও তুমি এ দুনিয়াতে

যাতে কামিয়াব হই পরকালে আখিরাতে।

অতি দরিদ্র ও প্রাচুর্য হ’তে বাঁচাও মোরে

যা নিয়ে যায় জাহান্নামের অতল গহবরে,

এমন আমল হ’তে কর মোরে পরিত্রাণ

যে আমল করে শুধু অপদস্ত-অপমান।

ইবলীস হ’তে আশ্রয় দাও তব চরণে

সদাই জাগ্রত রাখ মোরে তোমার স্মরণে,

হে আল্লাহ! আমি যে তোমার গুনাহগার সৃষ্টি

ক্বিয়ামতের দিন আমার প্রতি দিও শুভ দৃষ্টি।

দৃঢ় রেখ মোর পদযুগল পুলছিরাতে

যেন জাহান্নামে পড়ে না যাই সব হারাতে,

পাপ-পঙ্কিলতা হ’তে প্রভু রাখ মোরে দূরে

হে আল্লাহ! সকল প্রশংসা তোমার তরে\






আরও
আরও
.