মরণ যাত্রা
আবুল কাসেম
গোভীপুর, মেহেরপুর।
এত সুন্দর এই দুনিয়া
ছেড়ে যেতে হবে,
টাকা-পয়সা গাড়ি-বাড়ি
সবই পড়ে রবে।
আত্মীয়-স্বজন যারা আছে
ভালবাসে তারে,
তারা সেদিন পাশে এসে
দেখবে নতুন করে।
গোসল দিবে গরম জলে
কাফন দেবে গায়ে,
চার বেহারা নিয়ে যাবে
কাঠের পালকি করে।
সারি সারি যাত্রী সবাই
যাবে আগে পরে,
অন্ধকারে রেখে আসবে
ছোট্ট মাটির ঘরে।
ভাই-ব্রাদার আপন যারা
রেখে আসবে তাকে,
সৎ আমল থাকে যদি
থাকবে তাহার সাথে।
অন্ধকারে একা ফেলে
আসবে সবাই বাড়ি,
মুনকার-নাকীর জবাব নেবে
দেবে না তো ছাড়ি।
আল্লাহ তুমি বন্ধু হয়ে
রেখ আপন করে,
নূরের বাতি জ্বেলে দিয়ে
রেখ সুখের ঘরে।
আশা রেখে আমল কর
মহান আল্লাহর ভয়ে,
বরফ শীতল পানি দিয়ে
গুনাহ দিবে ধুয়ে।
টাকা
আবু মূসা আব্দুল্লাহ
আনন্দনগর, নওগাঁ।
টাকা! টাকা! টাকা
টাকা ছাড়া এই দুনিয়ায়
সবই যেন ফাঁকা।
টাকা ছাড়া হয় নাতো
কভু কারো মূল্যায়ন
টাকা হ’লেই পর মানুষও
হয়ে যায় অতি আপন।
টাকা! টাকা! টাকা!
টাকা ছাড়া সব কর্ম
হয় যে অাঁকাবাঁকা।
শিক্ষা ক্ষেত্রে চাকুরী ক্ষেত্রে
চলছে টাকার খেলা
টাকা ছাড়া সকল কাজে
শুধুই অবহেলা।
টাকা! টাকা! টাকা!
টাকাবিহীন জীবনটা
দুঃখ-কষ্টে অাঁকা।
মওজুদদারী মুনাফাখোরী
টাকার স্বপ্নই দেখছে
তাইতো আজ দেশবাসীর
কষ্টে দিন কাটছে।
টাকা! টাকা! টাকা!
টাকা ছাড়া ঘরের মানুষও
করে যে মুখ বাঁকা।
টাকার জন্যই সন্ত্রাসীরা
মানুষ হত্যা করছে
চাঁদাবাজরা ব্যবসায়ীদের
গুলি করে মারছে।
টাকা হ’ল পরম ধন
টাকাই বিভেদ বিভাজন,
টাকা হ’ল অশান্তি
টাকা আনে বিভ্রান্তি।
টাকার জন্য পাগল মানুষ
হচ্ছে টাকার দাস
টাকার জন্যই ফেলছে সবাই
শুধুই দীর্ঘশ্বাস।
দরিদ্রতা
মুহাম্মাদ আব্দুস সাত্তার
রাণীগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ।
দরিদ্রতা বিলোপ তরে
মিটিং-মিছিল হচ্ছে অনেক,
আসল মালিক না চিনিয়া
ঘুরছে সবে এদিক সেদিক।
সেমিনার-সিম্পোজিয়াম
ব্যানার-ফেস্টুন দেখছি কত,
কাজের কাজ হচ্ছে না কিছুই
দরিদ্রতা বাড়ছে অবিরত।
কথায়-কাজে নেই কোন মিল
মুনাফিকের আড্ডাখানা,
মুখে মধু অন্তরে বিষ
এমন নেতায় দেশটা ভরা।
আসল কারণ না জানিলে
পড়বে তুমি গোলকধাঁধায়,
ঘুরবে বিদেশীদের পিছে
পাবে না যার কুল-কিনারা।
অলসতা ছেড়ে দিয়ে
কাজে লাগার এইতো সময়,
ছালাত শেষেই কাজের কথা
পাবে তুমি সূরা জুম‘আয়।
নারী-পুরুষ কাজ করবে
ইসলামে কোন বাধা নেই,
কর্মক্ষেত্র পৃথক হবে
পর্দা-প্রথা মানবে সবাই।
কি খাবে কি খাবে না তাই
ভাবছ বসে সকাল বিকাল,
পশু-পাখি কীট-পতঙ্গ
বিনা খাদ্যে মরছে কোথায়?
রিযিকদাতা আল্লাহ তা‘আলা
এই কথাটি আগে মান,
কর সবে তাঁর ইবাদত
তাঁর কাছেই দো‘আ কর।
ঈমান-আমল দৃঢ় করে
শিরক-বিদ‘আত ছাড়বে যবে,
দরিদ্রতা হবে যে দূর
শান্তি-সুখে থাকবে সবে।