শপথ আকাশের ও রাতে যার আগমন

জান কি রাতে কে করে গগনে জাগরণ?

মহান আল্লাহর সৃষ্টি তা উজ্জ্বল নক্ষত্র

প্রত্যেক জীবের আছে তত্ত্বাবধায়ক পবিত্র।

মানুষ ভেবে দেখুক কি থেকে জন্ম তার

সবেগে নির্গত উষ্ণ পানি থেকে সৃষ্টি তার।

পিঠ ও পাঁজরের হাঁড় থেকে হয় যার উদ্ভব

আল্লাহর সৃষ্টি মানুষের কতই না সুন্দর অবয়ব।

প্রভু তাকে পুনঃসৃষ্টিতে শক্তিমান নিশ্চয়

যেদিন পরীক্ষা করা হবে গোপন বিষয়।

সেদিন থাকবে না তার ক্ষমতা-শক্তিবল

থাকবে না সাহায্যকারী আত্মীয় বাহুবল।

শপথ আকাশের, যে করে ঘন বৃষ্টি বর্ষণ

শপথ যমীনের, করে যে শস্য উৎপাদন।

সত্য-মিথ্যার পার্থক্যকারী মহাগ্রন্থ আল-কুরআন

নয় অনর্থক কথা এ যে বাণী চিরন্তন।

কাফের-মুনাফিক করে ষড়যন্ত্র ভীষণ

কুরআন মানে না তারা করে বিরুদ্ধাচরণ।

তারা অবকাশ পায় কিছুকাল কিছুক্ষণ

মহান আল্লাহ করেন কৌশল অবলম্বন।

এ সময় তারা নাজ-নে‘মত করে ভক্ষণ

পরিণাম তাদের ভয়াবহ রবে জাহান্নামে আমরণ।

-মুহাম্মাদ গিয়াছুদ্দীন

ইব্রাহীমপুর, ঢাকা।







আরও
আরও
.