তাক্বওয়া মুমিন জীবনের মূলধন

পরকালে মুক্তির একমাত্র উপকরণ।

তাক্বওয়া বৃদ্ধিতে কর কুরআন-সুন্নাহর অনুসরণ

পাপ কাজ ছেড়ে দিয়ে নেকীর কাজকে কর বরণ।

ছালাত-ছিয়াম হজ্জ ও যাকাত

সাধ্যমত করবে আদায়।

এগুলির মাধ্যমে তাক্বওয়া বৃদ্ধি কর

পাপরাশি যেন ধুয়ে-মুছে যায়।

সূদ-ঘুষ আর যেনা-ব্যভিচার

মদ জুয়া হিরোইন ফেন্সিডিল আর মিথ্যাচার,

লুডু, কেরাম, ফ্রি ফায়ার আর পাবজি গেমে

এসবে মত্ত থাকলে তাক্বওয়া যায় কমে।

তাইতো বলি তাক্বওয়া হ’ল মুমিন জীবনের ভূষণ

পাপের কারণে এটা হয় না যেন দূষণ।

শত কষ্টের মাঝেও মোরা শারঈ বিধান করব পালন

ইবাদতের সাথে সাথে মোরা মৃত্যুকে করব স্মরণ।

তবেই মোরা হ’তে পারব প্রকৃত পরহেযগার

কঠোরভাবে দমন করব ইবলীসী ওয়াসওয়াসার।

যে সর্বদা ওয়াসওয়াসা দেয় মানুষের অন্তরে

হে আল্লাহ! মোরা তাক্বওয়াশীল হ’তে চাই

তুমি তাওফীক দাও তোমার সকল বান্দারে।

আব্দুল ক্বাইয়ূম

কুলাঘাট, লালমণিরহাট।






আরও
আরও
.