ঘরটি আমার অাঁধার কালো

প্রদীপ হীনা সাঁঝ,

বিষাদ যতনে প্রিয় স্বজনে

রাখিল সেথায় আজ।

বন্ধ করে দিল একে একে সবে

আমার গৃহের দ্বার,

চারিদিক থেকে এলো এক নিমিশে

তিমির অন্ধকার।

পৃথিবীর আলো এই বুঝি শেষ

বন্ধ করে দিল গৃহের তালা,

বুকের মাঝে উঠল জ্বলে

আগ্নেয়গিরির অগ্নিজ্বালা।

মৃত্যুর পরে কোন দিন আর

আসব না এই ভবে,

মাটির দেহ আমার মাটির সাথে মিশে

অনন্তকাল রবে।

জনমে জনমে জনম আমার

কাটবে সেথায় নিশি,

সোনার দেহ আমার পঁচে গলে মাটি হবে

দেখবে না কেউ আর আসি।







আরও
আরও
.