প্রদীপের মত নিভু নিভু কেন
মোদের জীবন হায়,
মোদের আকাশে আগুনের গোলা
থেকে থেকে চমকায়।
মরে মরে মোরা
ধুকে ধুকে মরি এই বিশ্ব মাঝে,
রক্ত দিয়ে রঞ্জিত মোরা
সকাল সন্ধ্যা-সাঝে।
আজিকে মোরা নিপীড়িত কেন
এই ধরণীর বুকে,
আপন মায়ের কোলেই মরছে
সোনামণি ধুকে ধুকে।
মুসলিম বলে মোরা বুঝি তাই
এভাবেই হব শেষ,
মোদের লাগিয়া লড়িবে কেহ
নেই কি মুসলিম দেশ?
তাদের পানেই চেয়ে থাকি আর
এই ভূ-খন্ডে পড়ে রই,
কোথায় মোদের বীর সেনানী
মুসলিম জ্ঞাতি ভাই?
হাহাকার বুকে বেঁচে আছি মোরা
নয়নে অশ্রু ঝরে,
মোদের তরিতে মদদ পাঠাও
প্রার্থনা প্রভুর তরে।
মোদের আকাশে বারুদ গোলা
বৃষ্টির মত ঝরে,
আপন স্বজন বন্ধুরা সব
চোখের সামনে মরে।
মুসলিম মোরা বীরের জাতি
মোদের এই অহংকার,
শাহাদত মোরা মেনে নেব
তবু মানিব না কখনো হার।
-মুহাম্মাদ রিযওয়ান ইসলাম
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী
নওদাপাড়া, রাজশাহী।