আব্দুল মুজীব

ধামইচ, তাড়াশ, সিরাজগঞ্জ।

রক্তাক্ত জনপদ

ছিন্নভিন্ন দেহ

দেখেছি আমি মানবতার করুন আর্তনাদ

অবশেষে মৃত্যু...।

আমার ভাইয়ের খন্ডিত মস্তক,

আমার বোনের ফোলা ফাপা দেহ

দেখেছি আমি মায়ের ছেড়া শাড়ির অাঁচল

যেমন ছোপ ছোপ রক্ত,

ঢেউয়ের তালে তালে নৃত্য নয়

যেন ইশারায় ডাকে

কোথায় মানবতা?

কোথায় মনুষ্যত্ব?

এসো দেখে যাও মোদের করুন পরিণতি!

কোথায় নারীবাদী লেখিকা?

কোথায় তসলিমা, দাউদ হায়দার?

কোথায় মোচে ঢাকা মহা মানবরূপী

হায়েনাগুলি?

যারা মানবতার বুলি আওড়ায়

আজ তোমাদের কণ্ঠ-কলম স্তব্ধ কেন?

ও বুঝেছি, যারা মরেছে তারা মানুষ নয়,

ওরা মুসলিম!






আরও
আরও
.