বছরের পর তরণী সাজিয়ে

দ্বারে এলো রামাযান,

নেকীর পশরা এনেছে সাজিয়ে

পাতকী করিতে ত্রাণ।

ফেরদাঊস আর জান্নাত

দ্বার খুলে আজি দাঁড়িয়ে

আল্লাহর বান্দায় মিশাইবে বুক

চেয়ে রহে হাত বাড়িয়ে।

গোনাহতে রবে না, হবে নাকো কেউ

আল্লাহ ছাড়া কারো দাস,

শহীদী পুণ্য অর্জিবে আজি

মুমিনের মনে আশ।

শিরক-বিদ‘আত দু’পায়ে দলিয়া

আনিবে সঠিক দ্বীন,

মিথ্যার কালো রবে নাকো আর

হয়ে যাবে সবি লীন।

বল ওগো রামাযান!

আল্লাহর কাছে এত কেন তুমি

পেলে আজি সম্মান?

বারোটি মাসের মতই তুমি তো

একটি মাসের নাম!

তোমার এ মাসেতে কুরআনের বাণী

হীরার গুহাতে এলো,

আল্লাহর নবীর (ছাঃ) হৃদয়পটে

জ্বলিলো অহি-র আলো

তাইতো তুমি পেলে

এত ইয্যত-সম্মান,

সালাম লওগো সহস্র কোটি

ওগো মাহে রামাযান!






আরও
আরও
.