বৈশাখে হয় সবে আজব বাঙ্গালী
মেখে রং সেজে সঙ বিচিত্র বর্ণালী।
কেউ হয় বাঘ-সিংহ
কেউবা বিড়াল-কুকুর
জাতির বিবেক কাটছে ধীরে
অতি চালাক ইঁদুর।
আমরা মুসলিম না বাঙ্গালী
কাটেনি আজো দ্বন্দ্ব,
জ্ঞান-পাপীদের কূট-তর্ক জালে
বাড়ছে স্রেফ সন্দ।
সারাবছর খোঁজ থাকে না
বৈশাখে হয় বাঙ্গালী,
পান্তা-ইলিশ খাবার জোশে
করে বৃথা পকেট খালি।
সংস্কৃতির ‘স’ জানে না
লোক সে বড় সংস্কৃতিবান (?)
ইসলামী তাহযীব মানে না
তবুও পরিচয় তার মুসলমান (?)