দেখে এলাম একটি জাগায় এমন আজব কল,
স্রষ্টা তাহার নাইকো কেহ নাইকো শক্তি বল।
এমনি একা ঘোরে সে কল অনন্তকাল ধরি,
তার পিছনে নাই তো কারো কোন কারিগরী।
সেই কলেরই এমনি যে গুণ দ্রব্যগুলি সব,
মিস্ত্রি ছাড়া তৈরী হয় সে সত্য ও বাস্তব।
এমন কথা বললে কারোর বিশ্বাস হ’তে পারে?
ইঞ্জিনিয়ার ছাড়া তৈরী কল মিস্ত্রি ছাড়া ঘোরে?
এবার আমি জিজ্ঞেস করি এই দুনিয়া তবে,
স্রষ্টা ছাড়া সৃষ্টি কি সে এমনি এমনি হবে?
চিন্তা করে বিশ্লেষণে এটাই যদি হয়,
স্রষ্টা যে এক সৃষ্টির পিছে আছেন নিশ্চয়।
এবার তবে সবার কাছে আমার আবেদন,
স্রষ্টার কাছে নত করি সবার দেহ মন।
আদেশ তাঁহার মানি সবই দেই না কিছু বাদ,
মানবো কিছু আর কিছুতে করবো প্রতিবাদ?
এমন তর করে পরে গেলে কবরে,
পাবে না কেউ রেহাই মোটে আযাব হবে পরপারে।
***