কে গো মম বারে বারে অলক্ষ্যে অদূরে

নাম ধরে শুধু ডাকে?

চকিতে চমকি কত ছবি অাঁকি

মরণ নদীর বাঁকে।

আজি ক্ষণে ক্ষণে আসিছে স্মরণে

অতীতের দিনগুলি।

ফেলে আসা পথে ফিরিব সে রথে

ভাবিনি যাবো যে চলি।

এত দিন ভবে কোথা যেবা কবে

বিস্মৃতির বেলাভূমে,

করি আমি খেলা যেন দ্বীন ভোলা

ধরণীর পদ চুমে।

কেটে গেল দিন বিদায়ের চিন

এখন নয়নে দেখি,

স্মরণেতে মন শুধু অনুক্ষণ

কাতরে আল্লাহকে ডাকি।






আরও
আরও
.