কে গো মম বারে বারে অলক্ষ্যে অদূরে

নাম ধরে শুধু ডাকে?

চকিতে চমকি কত ছবি অাঁকি

মরণ নদীর বাঁকে।

আজি ক্ষণে ক্ষণে আসিছে স্মরণে

অতীতের দিনগুলি।

ফেলে আসা পথে ফিরিব সে রথে

ভাবিনি যাবো যে চলি।

এত দিন ভবে কোথা যেবা কবে

বিস্মৃতির বেলাভূমে,

করি আমি খেলা যেন দ্বীন ভোলা

ধরণীর পদ চুমে।

কেটে গেল দিন বিদায়ের চিন

এখন নয়নে দেখি,

স্মরণেতে মন শুধু অনুক্ষণ

কাতরে আল্লাহকে ডাকি।






আল্লাহু আকবার
অন্ধ গোরের বাতি - আব্দুল্লাহ আল-মা‘রূফআরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
হারাইল কোন দেশে? - এফ.এম. নাছরুল্লাহকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
ঈদুল ফিৎর - আশীকুর রহমান নওদাপাড়া, রাজশাহী।
কুরআন-হাদীছ ডাকে - -ইউসুফ আল-আযাদবাসাইল, টাংগাইল।
অহি-র আলোয় জীবন গড় - সরদার আশরাফ হোসাইনপালপাড়া, বাসাবাটি, বাগেরহাট।
ধর্মের নামে - এফ.এম. নাছরুল্লাহকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
কালের শপথ (সূরা আছর অবলম্বনে) - মুহাম্মাদ মোমতায আলী খাঁনঝিনা, গোদাগাড়ী, রাজশাহী।
ধন্য মোরা আজ - মুহাম্মাদ মুছতফা কামাল বুড়িমারী, পাটগ্রাম, লালমণিরহাট।
ওরা বাঙালীর রক্ত চুষে খায় - কে.এম. নযরুল ইসলাম নারায়ণপুর, পাংশা, রাজবাড়ী।
পিওর বনাম পপুলার - মুহাম্মাদ মোমতায আলী খাঁনঝিনা, গোদাগাড়ী, রাজশাহী।
স্বাধীনতা - আয়েশা আখতারনওহাটা, পবা, রাজশাহী।
আরও
আরও
.