চেয়ে দেখ মিয়ানমার জ্বলে দাউ দাউ

আবাল-বৃদ্ধ-বণিতা কাঁদে হাউ মাউ।

গাছের ডালে পাখি কাঁদে দেখে সব দৃশ্য

কিন্তু নীরব চেয়ে আছে মুসলিম বিশ্ব।

নাফ নদীর মাছ কাঁদে কাঁদে বনের পশু

ওরা আগুনে পুড়িয়ে মারে দুগ্ধপোষ্য শিশু।

মা-বোনের ইয্যত নিয়ে ওরা খেলে ছিনিমিনি।

এসব করুণ দৃশ্য দেখে চোখে আসে পানি।

একবিংশ শতাব্দীর এটা জাহেলিয়াত নব্য

সভ্যতার লেবাসধারী ওরা যালিম অসভ্য।

শান্তিতে নোবেল নিয়ে আজ শান্তির বৈরী,

রাজপ্রাসাদে বসে করে অশান্তি তৈরী।

বিশ্ব মুসলিম এক হও বাধ শক্ত জোট

আর কত হ’তে দেখবে খুন ইয্যত লুট।

মুসলিমদের অস্তিত্বে এসেছে আঘাত

সকলে বাড়িয়ে দাও সহায়তার হাত।

দো‘আ কর মুক্ত হোক মুসলিম আরাকান

নিজভূমে থাকবে সেথা স্বাধীন মুসলমান।






কে বলে নিরাকার? - মুস্তফা কামালবুড়িমারী, পাঠগ্রাম, লালমণিরহাট।
তোমার পথে - ইউসুফ আল-আযাদপ্রভাষক, হালবা টেংগুরিয়াপাড়া ফাযিল মাদরাসাবাসাইল টাংগাইল।
তাহাজ্জুদ
রোহিঙ্গা শিশুর কান্না - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
প্রার্থনা
আমানত - হাসানুয্যামানইসলাম শিক্ষা বিভাগ
প্রশ্ন ফাঁস নাকি জাতির সর্বনাশ - আব্দুল্লাহ আল-মাহমূদএমবিএ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়রংপুর।
রক্ষা করো - মাক্বছূদ আলী মুহাম্মাদীইটাগাছা-পশ্চিম, সাতক্ষীরা।
বিধর্মী বিজাতীদের - -আমীরুল ইসলাম (মাষ্টার)ভায়া লক্ষ্মীপুর, বাঁকড়া, চারঘাট, রাজশাহী।
ঐক্যের আহবান
অলক্ষ্যের ডাক - আতিয়ার রহমানমাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
সূরা লাহাব
আরও
আরও
.