জীবন গণিতের অংকগুলি

একটুও নেই মিল,

বুদ্ধি-মেধা প্রযুক্তি যত

সব হয়েছে ফেল।

চেষ্টা করেছি অংক মিলাতে

মোটেও পারিনি আমি,

কি যে আছে তাতে লেখা

জানেন অন্তর্যামী।

পারাবার যান কেবলি তরণী

আমি তো নাবিক একা,

শত ঝঞ্ঝা আর টর্ণেডোর ঘাতে

করেছি সব ফাঁকা।

ঐ অদূরে সুখের বেলাতে

বিজয় পতাকা দেখি,

বাহুগুলি মোর নিশ্চল হয়ে আসে

মুদে আসে মোর অাঁখি।

পাবো নাক আমি বেলার পরশ

দিগন্তে অস্ত ভানু,

একরাশ আশা একটি আঘাতে

হয়ে গেলো নতজানু।

জীবন গণিতের অংকগুলি সব

হয়ে গেল এলোমেলো,

হিসাবের খাতার সবি যেন আজি

গরমিল হয়ে গেলো।

-আতিয়ার রহমান

মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।






আরও
আরও
.