778 বার পঠিত
ততই লাগে ভাল
তোমার মাঝে পাই যে খুঁজে
সত্য-ন্যায়ের আলো।
তুমি আলোর মিনার
সত্য সোনার কিরণ
হক কথায় কর তুমি
পাঠক হৃদয় হরণ।
তুমি ধর্ম-সমাজ নিয়ে
করছ গবেষণা
সমাজ সংস্কার আন্দোলনে
তুমিই অগ্রসেনা।