পিওর বনাম পপুলারের চলছে আদি দ্বন্দ্ব

বর্তমানে দেখছি যেমন ভালোর সাথে মন্দ।

তেল পানির মিত্রতা হয়নি কোন কালে

ভবিষ্যতেও হবে না তেলের খনি, সাত সাগরে মিশালে।

জ্ঞান-প্রজ্ঞা, বিবেক-বুদ্ধি আল্লাহ তা‘আলার দান

কোন পক্ষে আমরা আছি তা পরখ করতে চান?

দু’টি পথ দেখানো হয়েছে কোন্টি নিবে নাও

পিওর না পপুলার কোন পক্ষ চাও?

দ্বন্দ্ববাদের জটিলতায় ঘুরছি ধূর্নিপাকে,

কোনটি সঠিক জানার জন্য খুলো ইজতিহাদের দরজাটাকে।

পিওর তো শিওর হয়ে দেখায় অহি-র পথ

সেই না ক্রোধে পপুলার তাই ব্যর্থ মনোরথ।

বাইরে দেখায় বাহাদুরী ভিতরে ভীরু দুর্বল,

পিওরের আলো পারবে না নিভাতে হবে নিঃস্ফল।

যতই দেখাক ভেলকি বাজি মিথ্যার শত আকর্ষণ,

পিওর পন্থীর আল্লাহ সহায়, সঠিক তাদের দিগদর্শন।

গরম জিলাপি যেমন ঠান্ডা হলে টক নরম পরিত্যক্ত হয়,

পপুলার তেমনি দিল্লীকা লাড্ডু যা খেয়ে না খেয়েও পস্তায়।

‘আহলেহাদীছ’ পিওরপন্থী ছহীহ সুন্নাহর আন্দোলন,

বিশ্বের বুকে ‘ফিরক্বায়ে নাজিয়াহ’ দ্বীনের গণজাগরণ।

সংখ্যা নিয়ে ঘামায়না মাথা টিকে থাকবে চিরদিন,

দলে ভারী পপুলার কালের গর্ভে ইনশাআল্লাহ হবেই বিলীন।






আরও
আরও
.