আমি মানবতার কথা বলছি,

আমি অসহায় মানবের কথা বলছি।

আমি এক সময়ের স্বাধীন আরাকানের কথা বলছি,

যেখানে মুসলিমরা আজ নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত,

পরাধীনতার জিঞ্জীরের যাদের দেহ আজ জর্জরিত।

আমি সন্তানহারা মায়ের করুণ কান্নার কথা বলছি,

আমি সম্ভ্রমহারা নারীর অসহায়ত্বের কথা বলছি।

যাদের আর্ত চিৎকারে কম্পমান আরাকানের আকাশ,

যাদের অশ্রু বিন্দুতে সিক্ত হয়ে উঠেছে সমস্ত বাতাস।

আমি স্বামীহারা বোনের কথা বলছি

আমি গৃহহারা নারীর কথা বলছি

যাদের শেষ ঠাঁইটুকুও আজ আগুনে দগ্ধ

বেঁচে থাকার সমস্ত পথ আজ যাদের রুদ্ধ।

আমি তাদের কথা বলছি!

আমি ঐ সমস্ত নির্যাতিত মানুষের কথা বলছি।

যাদের দৃষ্টি এখন ঊর্ধ্বে;

যারা দু’টি হাত তুলে ফরিয়াদ করে,

‘হে রব! এই অত্যাচারী জনপদ থেকে মোদের বের কর

তোমার পক্ষ হ’তে আমাদের জন্য অভিভাবক দাও

তোমার পক্ষ হ’তে আমাদের জন্য সাহায্যকারী দাও’।






আরও
আরও
.