ঈমান রাখা বড় কঠিন আধুনিকের রঙিন ছোঁয়ায়

চারিদিক আজ অাঁধারে ঢাকা নেশার কালো ধোঁয়ায়।

রূপালী পর্দা, টিভি, ভিসিডিতে ছড়িয়ে গেছে গোটা দেশ

দিন-রাত সেথায় চলছে হরদম নেশায় মত্ত মানুষ বেশ।

মুওয়াযযিনের ডাকে মুছল্লীরা দেয় না তেমন সাড়া

ছালাত-ছিয়ামে মন বসে না টিভিতে মাতোয়ারা।

ধর্মের মূল আক্বীদা-বিশ্বাস পাক কুরআনের বুলি

কেমন করে ভুলল সবি দিল জলাঞ্জলি!

মুসলমানের দৃঢ় ঈমান হইল ধোলাই কিসে?

বীরের জাতির শিরের মুকুট হারাইল কোন দেশে?







আরও
আরও
.