প্রিন্ট মিডিয়ার সময়কাল আর বড়জোর দশ বছর। ডিজিটাল মিডিয়ার যুগে খুব শিগগিরই বিলীন হয়ে যাবে সংবাদের প্রিন্ট মাধ্যম। এমনটাই মন্তব্য করেছেন নিউ ইয়র্ক টাইমস-এর সিইও মার্ক থমসন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় আগামী দশ বছরের মধ্যেই প্রিন্ট মিডিয়ার যুগ শেষ হ’তে যাচ্ছে। তবে আমরা যতদিন সম্ভব প্রিন্ট মাধ্যমটি চালিয়ে যাওয়ার চেষ্টা করব। যেহেতু অর্থনৈতিক দিক বিবেচনা করে আমাদের চলতে হবে, তাই প্রিন্ট মিডিয়া থেকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হ’তে শুরু করলে আমাদের অবশ্যই অন্যভাবে চিন্তা করতে হবে।
ইতিমধ্যে আমাদের ডিজিটাল মাধ্যমে প্রিন্টের থেকে অনেক বেশী সাড়া পাচ্ছি। প্রিন্টের তুলনায় ডিজিটাল মিডিয়ার পাঠক অনেক বেশী থাকছে। ফলে ডিজিটাল মাধ্যমে আমাদের আয়ও বেড়েছে।