জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ‘কৃষক শ্রমিক জনতা লীগে’র সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, বাংলাদেশের বিগত ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচনে ভারত সুজাতা সিংয়ের মাধ্যমে উলঙ্গ হস্তক্ষেপ করে অন্যায় ও অনৈতিক কাজ করেছে। বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণ কেউই এই বিষয়টি ভালোভাবে নেয়নি। এতে বেশী ক্ষতি হয়েছে তৎকালীন ভারতের কংগ্রেস সরকারেরই। আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই, দাসত্ব নয় এবং দুই দেশের মধ্যে এই বন্ধুত্বও হ’তে হবে অবশ্যই সমমর্যাদার ভিত্তিতে এবং সেটা কোনভাবেই আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে নয়। ১৪ই নভেম্বর বুধবার দৈনিক ইনকিলাবকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বঙ্গবীর কাদের সিদ্দিকী এসব কথা বলেন। সাক্ষাৎকারে হেফাজতে ইসলাম, জাতীয় ঐক্যফ্রন্ট ও জাতীয় নির্বাচন ইস্যুতেও বিভিন্ন প্রশ্নের অত্যন্ত খোলামেলা জবাব দিয়েছেন তিনি। ২০১৩ সালের ৫ই মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে পুলিশের হামলায় অগনিত হেফাজত কর্মীর নিহত হওয়ার বিষয়টি বেমালুম ভুলে গিয়ে কওমী সনদের স্বীকৃতি পেয়ে গত ৪ঠা নভেম্বর ঢাকায় শোকরানা মহফিল ডাকা এবং সেখানে প্রধানমন্ত্রীকে ‘কওমী জননী’ উপাধি দেওয়া বিষয়ে কটাক্ষ করে তিনি বলেন, শাপলার রক্ত আল্লামা শফি ভুলে গেলেও জনগণ তা ভোলেনি।

[দুনিয়া লাভের জন্য দ্বীন বিক্রি করা আলেমদের চরিত্র হওয়া ঠিক নয়। এতে পুরা আলেম সমাজকে তারা অপমান করেছেন। এর তিক্ত ফল তারা দুনিয়াতেই আস্বাদন করবেন। আমরা আলেম সমাজকে স্ব মর্যাদায় অবিচল থাকার আহবান জানাই (স.স.)]






আরও
আরও
.