অসংক্রামক রোগ ক্যান্সারের কারণে বাংলাদেশে প্রতিদিন অন্তত ২৭৩ জনের মৃত্যু হয়। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকার মহাখালীস্থ ক্যান্সার হাসপাতালে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য দেন। তিনি বলেন, সারা বিশ্বের মত বাংলাদেশেও জীবনযাত্রা উন্নয়নের পাশাপাশি ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে। তিনি বলেন, বাংলাদেশে এখন প্রায় ২০ লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত। প্রতি বছর আরও প্রায় এক থেকে দেড় লাখ মানুষ এর সঙ্গে যোগ হচ্ছে এই তালিকায়। প্রতিবছর মৃত্যুও হয় লাখের কাছাকাছি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকার বাতাস ভালো না, নদীনালায় শিল্পবর্জ্য ফেলা হয়। খাবারে ভেজাল মেশানো হয়। এসব দূষণের কারণে ফুসফুস, গলার ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার হয়। এসব বিষয়ে সচেতন হ’তে হবে।

[ক্ষমতাসীনরা যদি অপারগ হন, তাহলে কারা এগুলো দমন করবে? (স.স.)]






আরও
আরও
.