দুই অক্ষরে শব্দ একটি নাম হ’ল তার টাকা
ঐ টাকা কামাইয়ে অনেকেই আখেরাতকে করে ফাঁকা
লুটোপুটি খায় অনেকে হালাল হারাম নাই
যে পথেই আসুক তা দেখবো না হাতে যদি পাই।
খুন করে ভাই কতজনকে করতে কামাই টাকা
যেভাবেই হোক প্রকাশ পায় তা থাকে না কভু ঢাকা।
অনেক বড় ধনী হব এই আশাতে দেশের সম্পদ দিয়ে
অট্টালিকা আর মিল-ফ্যাক্টরী গড়ে বিদেশেতে গিয়ে।
টাকা দিয়ে যায় না রাখা নিজের ক্ষমতা ও মান
আল্লাহর হুকুমে যেদিন নিবে সবার জান।
সূদ ঘুষ আর জুয়া বাটপারি বাদ দেইনি কিছু
হালাল-হারাম, ন্যায়-অন্যায়, ফিরে দেখেনি পিছু।
হারাম পথে টাকা কামাই করে যদি অনেক বড় ধনী হই
অতীতে যত টাকার কুমির ছিল তারা আজ পৃথিবীতে কই?
টাকা কামাইয়ের হিসাব দিতে হবে কঠিন হাশরের দিন
সৎ পথে টাকা কামাইয়ের জন্য কঠিন শপথ নিন।
মুহাম্মাদ সিরাজুল ইসলাম
আদিতমারী, লালমণিরহাট।