কুরবানী

আতাউর রহমান মন্ডল

মুংলী, চারঘাট, রাজশাহী।

বাপ বেটা পথ হাঁটে

ওরা যাবে মিনা মাঠে

বেটা বাপ খুশী কত

বেটা হবে কুরবানী

বাপ দেবে কুরবানী।

হাত পা বেটার ছাঁদে

বাপ চোখে পটি বাঁধে

বেটাকে উপুড় করে

বাপ হাতে ছুরি ধরে

বাপ দিল কুরবানী

বেটা হ’ল কুরবানী।

বাপ দেখে চোখ মেলে

পাশেই দাঁড়িয়ে ছেলে

দুম্বাটা তড়পায়

বেটা ছিল যে জায়গায়

বাপ দেয় কুরবানী

বেটা হয় কুরবানী।

কি সেই বেটার নাম

কিবা বাপের নাম

বলা চাই ঠিক তামাম

বেটা ইসমাঈল

হ’ল যে কুরবানী

বাপ ইবরাহীম

দিলেন যিনি কুরবানী!

***

কিসের ঈদ করব বল

মাহফূযুর রহমান আকন্দ

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়।

এখন আর কিসের ঈদ করব বল

যখন ছাগলের রামরাজ্য বনে যায়

সিংহচারণ বন কিংবা সূর্যস্নাত পাহাড়

আকাশের সিঁড়ি ভেঙে মঙ্গল গ্রহে আরোহন করে

চামচিকে- বুনোবাদুর কিংবা উটপাখি

তখন আর কিসের ঈদ আছে বল!

যখন গলিত লাশের শুকনো কান্নায় শকুনের পিছু ফেরা

সোমালিয়া বসনিয়া কাশ্মীর ইরাক কিংবা আফগানে

সম্ভ্রম হারানোর বেদনায় নির্বাক সুরুজ্জান আরাকানী

ইয়োমা চূড়ায় পুলিশে খুবলে খায়

কিশোরী মদীনার নিষ্পাপ দেহ

তখন আর কিসের ঈদ করব বল!

যখন সদ্য কেনা পাঞ্জাবি টুপি কিংবা আতরেও ছুঁচোর গন্ধ ভাসে

যখন সবুজ ঘাসের ডগা কিংবা

গোলাপ ছোঁয়া বাতাসেও দেখি বারুদ আর বারুদ

যখন কান্নার পরতে পরতে ওড়ে হাযার আব্দুল্লাহর লাশ

তখন আর কিসের ঈদ আছে বল!

***

কেন অবশেষে?

মুহাম্মাদ আবু সাঈদ

মধ্য নওদাপাড়া, রাজশাহী।

আজ অখন্ড অবসর

হয়তো তাসবীহ হাতে

বসে আছ এক ধ্যানে

মুছল্লার পর।

ইষ্ট নাম জপার ফাঁকে

হয়তো মনে পড়ছে তাকে

অন্যায়ভাবে যে জনের

ভেঙ্গেছিলে ঘর।

অর্থের মোহে পাগল প্রায়

ভুলেছিলে ন্যায়-অন্যায়

পদের ভারে কাঁপিয়েছিলে

আপন কিবা পর।

উর্দি ছিল সাহায্যকারীর

মনন ছিল না ব্রতচারীর

তাইতো মাননি নিয়মের ধার

অর্থে ভরেছ কর।

ন্যায় বিচারের আসনটি ধরে

লোভে চাপে পড়েছিলে যে দূরে

বিচারের বাণী কাঁদিছে বসি

হাসিছে শক্তিধর।

নির্বাচনে লাইসেন্স পেয়ে

রিলিফের মাল ফেলেছ খেয়ে

ছিন্ন বস্ত্রের জীর্ণ কায়াও

জাগায়নি অন্তর।

আজ পদও নেই বলও নেই,

প্রিয়জনও বলে ‘দুত্তোরি ছাই’

এখন চোখের জলে ভাসছে বুক

হৃদয়ে বিঁধছে শর।

***

ঈদের খুশী

আব্দুস সাত্তার মন্ডল

তাহেরপুর, রাজশাহী।

খুশীতে কেউ উল্লাসিত আজকে ঈদের দিন,

দুঃখে তাদের জীবন ভরা যারা দীন-হীন।

কোরমা পোলাও খেয়ে কেউ যাচ্ছে ঈদের মাঠে,

নাইকো খাবার ঘরে কারো ঈদের দিন বটে।

নতুন জুতা নতুন জামা নতুন কারো টুপি

নগ্ন গায়ে চলছে কেউ আল্লাহর নাম জপি।

আল্লাহর প্রেমে প্রেমিক যারা আজকে তারা খুশী,

যতই থাকুক দুঃখ তাদের তবু মুখে হাসি।

***






আরও
আরও
.