আমি চাই, আমি চাই না

মুহাম্মাদ আতাউর রহমান

সন্ন্যাসবাড়ী, বান্দাইখাড়া, নওগাঁ।

আমি বিজ্ঞানের আরো অবদান চাই,

আমি মারণাস্ত্রের আবিষ্কার চাই না।

আমি বিশ্বশান্তি চাই,

আমি যুদ্ধ চাই না।

আমি বিশ্বমুসলিম সংহতি চাই,

আমি মাযহাবী ফের্কাবন্দী চাই না।

বিশ্বের মানুষ খেয়ে-পরে সুখে-শান্তিতে বেঁচে থাকুক চাই,

আমি অনাহার ক্লিষ্ট বুভুক্ষু মানুষ দেখতে চাই না।

সারা বিশ্বের মানুষ নিশ্চিন্তে শান্তিতে ঘুমাক চাই,

মানুষ বিনিদ্র রজনী যাপন করুক আমি চাই না।

ক্ষণস্থায়ী জীবনে মানুষের রোগমুক্ত জীবন চাই,

আমি জরা-ব্যাধিগ্রস্ত মানুষ দেখতে চাই না।

মানুষ মানুষের সাহায্যে এগিয়ে আসুক চাই,

মানুষ মানুষকে প্রতারিত করুক আমি চাই না।

মুসলিম অধ্যুষিত এ দেশে কুরআনী শাসন চাই,

কিন্তু আমি কোন বিজাতীয় শাসনব্যবস্থা চাই না।

কালিমার পতাকা উড়বেই

মুহাম্মাদ আব্দুল ওয়াকীল

নাড়াবাড়ী হাট, বিরল, দিনাজপুর।

সত্যের বিজয়তো একদিন আসবেই

রক্তের সাগর পেরিয়ে কালিমার পতাকা তো উড়বেই।

তাওহীদের দাওয়াত দিয়ে

ছহীহ হাদীছের বাণী শুনিয়ে

শিরক-বিদ‘আততো একদিন চিরতরে ঘুচবেই।

শাশ্বত অহি-র জ্ঞানইতো আমাদের সম্বল

সুন্নাহর অনুসরণে দৃঢ় আমাদের মনোবল

আমরাতো জানি না কভু পিছু হটতে

সম্মুখ সমরে ত্বাগূতের বিরুদ্ধে লড়তে

দুনিয়ার মোহেতো অন্ধ নই

মরণতো একদিন আসবেই,

মুজাহিদের ত্যাগে কালিমার পতাকাতো চিরদিন উড়বেই।

যতই অপবাদ আর নির্যাতন করুক না বাতিল

তাতে বিচলিত নয় মুমিনের দিল

আল্লাহর সৈনিক সামনে চলবেই

বাতিলের বিরুদ্ধে চিরদিন লড়বেই

সেদিনতো নয় বেশী দূরে-

যেদিন বিশ্বজুড়ে কালিমার পতাকা উড়বেই।

মরণ চিঠি

শহীদুল্লাহ

পানিহার, নলত্রী, গোদাগাড়ী, রাজশাহী।

হঠাৎ করে আসবে ওরে এরই নাম মরণ

এই কথাটি সারা জীবন রাখি যেন স্মরণ।

রাস্তা-ঘাটে ট্রেনে-যানে মরণ হ’তে পারে

সর্বদা তাই চলতে হবে প্রভুর নাম স্মরে।

প্রভুর আদেশ মানতে হবে

নবীর বাণী জানতে হবে

আদেশগুলো মেনে নিয়ে

নিষেধগুলো ফেলে দিয়ে

চালাই যদি জীবন

তাহ’লেই হ’তে পারে শান্তিদায়ক মরণ।

ঈমান নিয়ে হ’লে মরণ

জান্নাতে হবে তার আসন,

মালাকুল মউত আসবে যখন

করবে না সে কোন টেলিফোন

প্রতি মুহূর্তকে তাই স্মরণচিঠি ভাবি

প্রভুর গোলাম হ’তেই হবে হোক মোদের এ দাবী।

মালাকুল মউত আসার সাথে সাথে মরণ হবে ভাই

মউতের সময় হ’লে পরে আর রক্ষা নাই।

আল্লাহর পথে নবীর মতে জীবনটা কাটাই,

ভাল আমল না থাকলে বৃথা হবে জীবনটাই।

কবরের ডাক

ছাবিলা ইয়াসমীন মিতা

দেবহাটা, সাতক্ষীরা।

আমি কবর দিনে-রাতে

ডাকি সকাল-সাঝে

এসো হে আল্লাহর বান্দা

এসো আমার  মাঝে।

আমি তোমার বন্ধু হব

আমল পেলে ভালো

এই যে অাঁধার কবর আমি

হয়ে যাব আলো।

আল্লাহ পাক রাখবে তোমায়

সেরা এসি রুমে

জান্নাতেরই ফুল বাগিচায়

থাকবে গভীর ঘুমে।

কিন্তু যদি ঈমান-আমল

না পাই আমি তোমার

ভয়ংকর এক রূপ যে সেদিন

দেখবে তুমি আমার।

সাপ-বিচ্ছুদের সঙ্গে নিয়ে

সঙ্গী তোমার হব

আমাবশ্যার রাতের চেয়ে

অাঁধার হয়ে রব।

এখন তুমি ভেবে দেখ

কোনটা পেতে চাও

থাকতে সময় আমল কিছু

জোগাড় করে নাও।

দুনিয়ার ঐ মহববতে

আর থেক না রত

ক’দিন পরেই হবে তুমি

আমার অন্তর্গত।






আরও
আরও
.