হাত তুলে তাঁর দরবারেতে জানাই আকুল প্রার্থনা
যালিমের অধীন হয়ে থাকবো না আর রইবোনা।
যালিমের যুলুম আল্লাহ শেষ করে দাও বিশ্বতে,
মযলূম হয়ে থাকবে না কেউ রইবে না আর নিঃশ্বতে।
নারী, শিশু, বৃদ্ধরা আজ তুলছে মাতম কান্নারোল,
মা-বোনদের হারিয়ে গেছে বুকের ভাষা মুখের বোল।
সতীত্ব আর ইয্যত মগে মত্ত রইছে লুণ্ঠনে,
হাহাকার আর কান্না শুনি রোহিঙ্গাদের সবখানে।
মুসলমানের বুকফাঁটা আজ ভারী বাতাস কান্নাতে,
মানলে তাদের ধর্মমত ভরবে ধরা জান্নাতে।
শির নোয়ালে তাদের পায়ে দানবে তারা বহুত ঢের,
আল্লাহ ছাড়া মানব খোদাকে মানতে বলে মুসলিমদের।
আজকে মোদের হৃদয় ভরে যাচ্ঞা তব দরবারে,
শক্তি-সাহস দাও বাহুবল ভাসবো না আর অশ্রু নীরে।
ভাইয়ে ভাইয়ে এক করে দাও থাকবে না কেউ দু’মনা,
লড়বে সবাই গড়তে নিজেকে পৃথক হয়ে থাকবো না।
বাহুতে দাও শক্তি-সাহস মনোবল আর অস্ত্রবল,
মুসলিম বিশ্ব এক করে দাও থাকবো না আর দলবেদল।
তোমার নিশান রাখতে উঁচু শক্তি-সাহস চাচ্ছি তাই,
তোমার মদদ পাইলে মোরা জ্বালবো আলো বিশ্বময়।
দাওগো আল্লাহ মুসলমানদের শক্তি-সাহস ভক্তি ঢের,
চমকে উঠুক এই ধরণী নিঃশ্বতে নয় ভয় কিসের?
তারিক, খালিদ, আলী হায়দার পাঠাও আবার এই ভবে,
আযাযীলের কলিজায় কাপন হোক শুরু হোক ফের তবে।
হে আল্লাহ! হে দয়াময় কবুল করো প্রার্থনা,
এক ইলাহীর উচ্চ নিশান ঊর্ধ্বে উড়ুক এ বন্দনা।