মাদকমুক্ত বিশুদ্ধ রক্তদানের লক্ষ্যে

মুমূর্ষের প্রতি ভালবাসা রেখে বক্ষে,

গড়েছে আহলেহাদীছ আন্দোলন

স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আল-‘আওন।

দেশের সকল মুমূর্ষু দ্বীনী ভাই,

যাদের আর্তনাদ-‘মাদকমুক্ত রক্ত চাই’

কিংবা পর্দান্তরালের দ্বীনী সব বোন

তাদেরই জন্য গঠিত এই আল-‘আওন।

রবের প্রতি ভালবাসা রেখে হৃদয়ে

যারা বন্ধুর পথ চলে নির্ভয়ে

আর্তনাদের জবাব দেয় প্রতিক্ষণ

জেনো তারাই স্বেচ্ছাসেবী আল-‘আওন।

প্রতিটি রক্তফোঁটা আল্লাহর দান

যিনি দিয়েছেন এই দেহ এই প্রাণ

তাই তা তাঁরই পথে করি দান

মুমূর্ষের প্রতি রাখি অনন্য অবদান।

মানবতাকে জাগানোর সময় হ’ল

আল-‘আওন তুমি এগিয়ে চলো,

অমর হবে তুমি এই বিশ্বাসে

আছি মোরা সবে তোমারই পাশে।

রোগীর সেবায় রাখে অনন্য অবদান

দেশে রক্তদানের সেরা সংগঠন,

আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের

স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা আল-‘আওন\


-মুহাম্মাদ মুবাশ্বিরুল ইসলাম

নওদাপাড়া মাদ্রাসা, রাজশাহী।






ধর্ম, সমাজরীতির আড়ালে - এফ.এম. নাছরুল্লাহ হায়দারকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
আল্লাহর পরিচয় - হাফেয আব্দুস সালামনারচি, নওগাঁ।
দোদেল বান্দা - এফ.এম. নাছরুল্লাহকাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
সময়ের জাগরণ
আল-‘আওন - মাক্বছূদ আলীপশ্চিম ইটাগাছা, সাতক্ষীরা।
অন্ধ গোরের বাতি - আব্দুল্লাহ আল-মা‘রূফআরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মাযার - হাবিলদার মুহাম্মাদ আনীসুর রহমানবিপিএ, সারদা, রাজশাহী।
ছিয়ামের দাওয়াত
আত-তাহরীকের সন্ধানে - আব্দুল ক্বাইয়ূমকুলাঘাট, লালমণিরহাট।
আহলেহাদীছ যুবসংঘ - মীযানুর রহমানতাহেরপুর, বাগমারা, রাজশাহী।
জামা‘আতী যিন্দেগী - মুহাম্মাদ বেলালুদ্দীনখয়েরসূতি, পাবনা।
কবিতা
আরও
আরও
.