(১১ই সেপ্টেম্বর’১৫ তারিখে অনুষ্ঠিত কেন্দ্রীয় ‘সোনামণি সম্মেলন’ উপলক্ষ্যে রচিত এবং সম্মেলনে স্বকণ্ঠে আবৃত্ত)

 আজকে আমরা অবশ্যই কচিকাঁচা, সবাই ছোট ছোট বাচ্চা,

কুরআনের আলোয় জীবন গড়ে আমরাই হবো মুসলমান সাচ্চা।

আখেরী নবীর বাতলানো পথে চলি মোরা সোজা-সাপ্টা,

মোদের দেহমনে লাগতে দেই না কোন তাগূতী ধোঁকা-ঝাপ্টা।

মোরা অহি-র বিধান মনে প্রাণে নিয়ে চলি ফিরক্বায়ে নাজিয়ার পথে,

মানব রচিত ভেজাল বিধান মানি না মোরা, সওয়ার হইনা শয়তানী রথে।

অহি-র বিধান শিখিয়েছে মোদেক এই দুনিয়া ক্ষণস্থায়ী

নবী মুহাম্মাদের (ছাঃ) তরীকায় চলে জান্নাতে পেতে চাই আসন স্থায়ী।

আল্লাহ চাহেতো সফল আমরা হবোই ছহীহ সুন্নাহর পথে চলে,

কাফের-মুশরেক যা বলে বলুক সব দেই মোরা ছুঁড়ে ফেলে।

তোমরা যারা রয়েছ বড়রা, তোমাদের কাছে বলি,

তোমরা সৎ হয়ে আমাদেক শেখাও যেন সদা সৎপথে চলি।

তোমাদের কারণে সমাজ যদি হয় কলুষিত ঝঞ্ঝাময়

সে ঘুনেধরা সমাজ আমাদের পরে প্রভাব ফেলিবে নিশ্চয়।

তোমরা অগ্রজ, আদর্শ হয়ে তৌহীদের পথে থাকো অবিচল,

তবেই তো মোদের পথ হবে কুসুমাস্তীর্ণ বাধাহীন ছলচ্ছল।

এসো আজি মোরা অনুজে-অগ্রজে মিলে মিশে একদিল হয়ে

ছিরাতে মুস্তাক্বীমের পথে চলি কঠিন পদক্ষেপে, দৃঢ় প্রত্যয়ে।।

(আলোচনা ও অনুষ্ঠান- সিডি দ্রষ্টব্য)






আরও
আরও
.