দাও, দাও, দাও মোরে, কর্মের স্থিরতা

সঠিক পথে দাও দিশা, দাও অবিচলতা।

দাও, দাও মোরে যত নেক নে‘মত,

করি শোকর তব, সুন্দর ইবাদত।

দাও, দাও মোরে প্রশান্ত হৃদয়,

সৎ কথা বলবা, শক্তি সমুদয়।

দাও, দাও মোরে, যা কিছু কল্যাণকর,

দিও না মন্দ কিছু, অসত্য অসুন্দর।

হে আল্লাহ! তুমি এক, অক্ষয়, অমর,

ক্ষমা কর, ক্ষমা কর, যত ত্রুটি মোর।

হে আল্লাহ! তুমি মোরে করেছ সৃজন,

সরল সঠিক পথ কর প্রদর্শন।

ক্ষুধা পেলে দাও আহার, বাঁচাও প্রাণ,

পিপাসায় দাও পানি, নিত্য করি পান।

সুন্দর শরীর মোর করেছ গঠন

যখন ইচ্ছা, তুমি তা করিবে হরণ।

হে আল্লাহ! মানুষের অধিপতি,

দূর কর তুমি দুঃসহ দুর্গতি।

রোগ-শোক মানুষের দুঃখ ব্যাধি

নির্মল কর প্রাণ, দাও সম্প্রীতি।

‘স্বাস্থ্য সুখের মূল’ তোমারই দান,

করি উপভোগ তব অমূল্য অবদান\






আরও
আরও
.