সংগঠন নয় শুধু ছোট্ট একটি শব্দ

এতে মিশে আছে হাযারো প্রাণ, হাযারো শক্তি

বাতিলকে করতে জব্দ।

সংগঠন নয় শুধু ছোট্ট একটি কথা

এতে অটুট থাকতে সইতে হয় অনেক দুঃখ-কষ্ট, ব্যথা।

সংগঠন নয় শুধু পাঁচ বর্ণের ছোট্ট একটি বাণী

এটা করতে হয় কুরআন ও ছহীহ হাদীছ মানি।

সংগঠন, অনেকে ভাবে অযথা নিষ্প্রয়োজন

আমি ভাবি দ্বীনকে বাঁচাতে এটাই বেশী প্রয়োজন।

একজন আমীর, শত শত মামূর, গড়ে তোলে মহা শক্তি

করতে হবে সংগঠন, নয় মানুষের কথা, কুরআন ও ছহীহ হাদীছের উক্তি।

বাতিল যখন জোঁট বেঁধেছে হককে করতে বিদায়,

আমরা তখন সংগঠন ছেড়ে আছি কিসের আশায়?

একতাই শক্তি, একতাই বল, সে কথা কি নেই জানা?

তবে কেন সংগঠন করতে তোমরা কর মানা?

তাই বলি ভাই, এসো সবে এখনি করি পণ,

দ্বীনকে বাঁচাতে করি সবে ‘আহলেহাদীছ আন্দোলন’।

আব্দুর রহীম, চাঁপাই নবাবগঞ্জ।








আরও
আরও
.