স্বদেশ

জার্মানির আদালতে ঐতিহাসিক রায়

বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইল বাংলাদেশ ব্যবহার করতে পারবে                                                                                                                                                                                           

দীর্ঘ ৩৮ বছর পর বাংলাদেশ তার সমুদ্র সম্পদ আহরণে পূর্ণ অধিকার পেল। সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের (ইটলস) প্রধান কার্যালয়ে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫-টায় ট্রাইব্যুনালের প্রধান জোসে লুই জেসাস রায় পাঠ শুরু করেন। রাত প্রায় ৮-টার দিকে এই রায় শেষ করেন। বঙ্গোপসাগরের সীমানা নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দীর্ঘদিন ধরে যে  বিরোধ ছিল ১৫১ পৃষ্ঠার এই রায়ে তা বাংলাদেশের পক্ষে যায়। ট্রাইব্যুনালের এই রায় চূড়ান্ত। এর বিপক্ষে আপিল করা চলবে না। এই রায়ের ফলে বাংলাদেশ বঙ্গোপসাগরের এক লাখ ১১ হাযার বর্গকিলোমিটার লাভ করল। বাংলাদেশের দাবী ছিল এক লাখ ৭ হাযার বর্গকিলোমিটার।

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় অনুযায়ী বাংলাদেশ বঙ্গোপসাগরের সমুদ্রসীমায় ইকোনমিক জোনে দুশ’ (২০০) নটিক্যাল মাইল পর্যন্ত ব্যবহার করতে পারবে। এছাড়া ২০০ নটিক্যাল মাইল ছাড়িয়ে মহীসোপানের বাইরের সামুদ্রিক সম্পদেও বাংলাদেশের নিরংকুশ ও সার্বভৌম অধিকার সুনিশ্চিত হ’ল। সমুদ্রসীমা নিয়ে বাংলাদেশ-মিয়ানমারের সালিশ নিষ্পত্তি করে এ রায় দেন জার্মানীর হামবুর্গের ইন্টারন্যাশনাল ট্রাইবুনাল ফর দি ল অব দি সির (আইটিএলওএস) বিচারক হোসে লুই জেসাস।

উল্লেখ্য, ২০০৯ সালের ১৪ ডিসেম্বর নিজেদের দাবির সপক্ষে ইটলসে মামলা করে বাংলাদেশ সরকার।

রাজউক ও সৈয়দপুরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে বোরকা নিষিদ্ধ

রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল গোলাম হোসেন সরকার ছাত্রীদের লম্বা বোরকা পরতে নিষেধ করেছেন। তিনি গত ২৮ ফেব্রুয়ারী সকালে ছাত্রীদের ডেকে এ নিষেধাজ্ঞা জারি করেন। তিনি তাদেরকে বলেন, বোরকা ছাড়াই রাজউকে ক্লাস করতে হবে। তা না হ’লে তাদের কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেয়া হবে না। সেজন্য কলেজ গার্ডদের ডেকে নির্দেশ দেন অধ্যক্ষ। তিনি লম্বা বোরকাকে ‘অড’ বা দৃষ্টিকটূ হিসাবেও উল্লেখ করেন।

এদিকে রাজধানীর পর এবার নীলফামারী যেলার সৈয়দপুরের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান লায়ন্স স্কুল এন্ড কলেজে বোরকা ও হিজাব নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষের অভিযোগ, বোরকা পরলে পরিবেশ নষ্ট হচ্ছে ও বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারী ঐ বিদ্যালয়ে জাতীয় সংগীত চলাকালে কর্তৃপক্ষ উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মৌখিকভাবে জানিয়ে দেয়, পরদিন থেকে স্কুলে আসতে হ’লে বোরকা বা হিজাব পরা চলবে না। এরপরও কেউ তা পরলে তাকে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়। পরদিন কিছু শিক্ষার্থী বোরকা ও হিজাব পরে স্কুলে গেলে তাদের বোরকা ও হিজাব ক্লাসে গিয়ে খুলে ফেলার নির্দেশ দেয়া হয়। তারপরও অনেকে বোরকা খুলতে অস্বীকৃতি জানালে ক্লাসে অবমাননাকর মন্তব্য করা হয়। এরপরও কোন ছাত্রী বোরকা ও হিজাব পরে গেলে তাদের জাতীয় সঙ্গীতের সময় সবার সামনে তা খুলতে বাধ্য করা হয়। এ বিষয়ে অধ্যক্ষসহ কর্তৃপক্ষ জানায়, বর্তমানে যেভাবে বোরকার ব্যবহার বেড়ে গেছে তাতে এটা স্কুল না মাদরাসা সে পার্থক্য থাকছে না। এতই যদি পর্দা করার ইচ্ছা থাকে তাহলে মাদরাসায় যান। এখানে পড়ার দরকার নেই।

[মনে হচ্ছে এগুলি বিদেশী কোন খবর। ঐ দুই স্কুলের কর্তৃপক্ষের উপর আল্লাহর গযব কামনা করছি (স.স.)]

দিনাজপুরের খানসামায় লৌহদ্বীপের সন্ধান

কয়লাসমৃদ্ধ দিনাজপুরে এবার সন্ধান মিলেছে ‘লৌহদ্বীপে’র। যেলার খানসামা উপযেলার আগ্রা গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীর একাংশে এ দ্বীপের অবস্থান। নদীর মধ্যে ছোট ছোট দ্বীপের কালো ও কঠিন শিলা সংগ্রহ করে পরীক্ষার পর বিশেষজ্ঞরা বলেছেন, ওগুলো আসলে লোহা। এলাকার অশীতিপর একামুদ্দীন বলেন, নদীর মাঝে উত্তর দিকে প্রায় ১৫ ফুট উঁচু শক্ত পাহাড়। ৪০-৫০ বছর আগে ঐ দ্বীপটির দক্ষিণে আরো কয়েকটি দ্বীপ জেগে উঠেছে। দ্বীপ থেকে সংগ্রহ করা কয়েকটি শিলাখন্ড পরীক্ষার জন্য স্থানীয় হাজী মুহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগে দেওয়া হয়। গত ২৯ ফেব্রুয়ারী ঐ বিভাগের অধ্যাপক মুহাম্মাদ শাহাদাত হোসেন খান বলেন, প্রাথমিক পরীক্ষায় শিলাখন্ডে যেসব উপাদান পাওয়া গেছে, তাতে নিশ্চিত যে ওগুলো লোহা। আত্রাই নদীর দ্বীপটি দেশে প্রথম আবিষ্কৃত লোহার খনি হ’তে পারে বলে তিনি মন্তব্য করেন।

অভাবের তাড়নায় বৃদ্ধার আত্মহত্যা

হবিগঞ্জ যেলার নবীগঞ্জ উপযেলার পানিউমদা ইউনিয়নের তেতৈইয়া গ্রামে গত ২১ ফেব্রুয়ারী গভীর রাতে অভাবের তাড়নায় বিষপান করে আত্মহত্যা করেছে আগুন বিবি (৬০) নামে এক বৃদ্ধা। বিধবা ঐ মহিলার লাশ পরদিন দুপুরে নিজ গ্রামে দাফন করা হয়। জানা গেছে, আগুন বিবির এক ছেলে সন্তান রয়েছে। সে তার মাকে ভরণ-পোষণ করতো না। ফলে ঐ মহিলা এলাকার মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে জীবন চালিয়ে আসছিল। অবশেষে অভাবের তাড়না সহ্য করতে না পেরে ২১ ফেব্রুয়ারী গভীর রাতে সে বিষপান করে আত্মহত্যা করে।

[মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত একথা কি ছেলে জানত? (স.স.)]

উচ্চ আদালতে মামলা জট; বিড়ম্বনায় বিচারপ্রার্থীরা

উচ্চ আদালত মামলা জটের কবলে পড়েছে। সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা এখন ১২ হাযার। একটি মাত্র বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করছে। এত মামলা একটি মাত্র বেঞ্চের পক্ষে নিষ্পত্তি করা অত্যন্ত সময়সাপেক্ষ ব্যাপার। প্রতিদিনের যে কার্যতালিকা তৈরী হয়, অনেক সময় সেই কার্যতালিকাভুক্ত সব মামলার শুনানি শেষ করা সম্ভব হয় না। এ নিয়ে বিচারপ্রার্থীদের নানা বিড়ম্বনার শিকার হ’তে হয়। শুধু আপিল বিভাগেই নয়, হাইকোর্ট বিভাগেও বিপুলসংখ্যক মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। হাইকোর্ট বিভাগে এখন ২ লাখ ৭৯ হাযার মামলা বিচারাধীন রয়েছে।

[আদালতে ন্যায় বিচার না থাকাতেই দেশে ব্যাপক দুর্নীতির প্রসার ঘটছে (স.স)]

বিসমিল্লাহ ও আল্লাহর শক্তি নিয়ে পরিকল্পনা সচিবের কটাক্ষ

ইউনিসেফের বিশ্ব শিশু পরিস্থিতি রিপোর্ট প্রকাশনা উৎসবে গত ২৯ ফেব্রুয়ারী পরিকল্পনা সচিব ভূঁইয়া শফিকুল ইসলাম বিসমিল্লাহ ও আল্লাহর শক্তি নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, বস্তির শিশুরা গ্রামের  দরিদ্র  মানুষ  এবং জন্ম-মৃত্যুর নায়ক বিধাতা। তিনি কেন বস্তিতে এত শিশু জন্ম দিতে চান তা আমি বুঝি না। তিনি আরো বলেছেন, বিসমিল্লাহ বললে কি হয়। প্রার্থনা দিয়ে কিছু হয় না। কেননা ফিলিস্তীন মুক্ত করার জন্য মক্কায় যে প্রার্থনা হয় তারপরও ফিলিস্তীন মুক্ত হয়নি।

[কুরআন পড়ে না বুঝার কারণে বহুলোক পথভ্রষ্ট হয়, মূর্খ এই সচিব তার বড় প্রমাণ (স.স.)]

দেশকে রাযাকার-আলবদর মুক্ত করতে হবে

-হাইকোর্ট

রাজাকার, স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশে থাকার কোন অধিকার নেই। ত্রিশ লাখ মানুষের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। এদেশকে রাজাকার-আলবদর মুক্ত করতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনার ভেঙ্গে পুকুরে ফেলে দেয়ার ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপযেলার এক মাদরাসার অধ্যক্ষ আবু তালেব আদালতে হাজির হওয়ার পর শুনানিতে হাইকোর্ট এসব কথা বলেন। এদিকে শহীদ মিনার ভেঙ্গে পুকুরে ফেলে দেয়ার ঘটনায় অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ।

[অধ্যক্ষ এটি অস্বীকার করেছেন। (বিচারপতি যেন রাজনৈতিক নেতা (স.স.)]

সীমান্তে আরও ১৬৭ পয়েন্টে কাঁটাতারের বেড়া দিতে চায় ভারত

সীমান্তে ১৬৭টি জায়গায় কাঁটাতারের বেড়া দেয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে প্রস্তাব দিয়েছে ভারত। গত মন্ত্রীসভার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এসব কথা জানান। গত ২৪ ও ২৬ ফেব্রুয়ারী দিল্লীতে বাংলাদেশ-ভারতের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠক সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীসভাকে অবহিত করেন। সীমান্তে ১৬৭টি জায়গায় কাঁটাতারের বেড়া দেয়া প্রসঙ্গে ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ ব্যাপারে আগে যে প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, এবারও তা-ই করা হবে। ভারত সীমান্তে পিলার স্থাপনেরও প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে।

[বাংলাদেশ এখন কাঁটা তারের বেড়া ঘেরা জেলখানা বৈ-কি! (স.স.)]

ভারতের কূটনীতি হচ্ছে পূজার পরই বিসর্জন

-গণতান্ত্রিক দল

বাংলাদেশ গণতান্ত্রিক দলের প্রেসিডেন্ট নাযিম হাবীবুয্যামান গত ১৯ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রদত্ত এক বিবৃতিতে বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী কর্ণেল ফারূকের আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দী ছিল ভারতের ইস্টার্ণ কমান্ডের হেড কোয়ার্টার দুর্গ ইউলিয়াম থেকে ঐ হত্যাকান্ডের নির্দেশ প্রাপ্তিতে তিন ঘণ্টা দেরী হয়েছিল বলেই হত্যাকান্ড বাস্তবায়নে তিন ঘণ্টা দেরী হয়েছিল। তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৮ আগষ্ট ভারতের রাষ্ট্রদূত মি. সমর সেন বঙ্গভবনে গিয়ে খন্দকার মোস্তাক আহমাদ-এর সঙ্গে হাস্যোজ্জ্বল করমর্দন-এর মাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবার-পরিজনদের হত্যাকারীদের কর্মকান্ডকে ভারত সরকারের সমর্থন ব্যক্ত করেছিল। ভারতের এরূপ কূটনীতিই ছিল ১৯৭৫ পরবর্তী প্রতিটি সরকারের উত্থান-পতনের নেপথ্যে। তিনি বলেন, ভারতের কূটনীতি হচ্ছে পূজার পরেই বিসর্জন। বঙ্গবন্ধুর হত্যার বেলায় যা হয়েছিল।

বিদেশ

পুরনো বাইবেলে বিশ্বনবী মুহাম্মাদ (ছাঃ)-এর আগমনী বার্তা

হযরত ঈসা (আঃ) বা যিশুখৃষ্ট কর্তৃক হযরত মুহাম্মাদ (ছাঃ)-এর আবির্ভাবের ভবিষ্যদ্বাণী সংবলিত বাইবেলের একটি প্রাচীন সংস্করণ তুরষ্কে পাওয়া গেছে। ১৫০০ বছরের পুরনো এ বাইবেল গত ১২ বছর ধরে গুপ্ত অবস্থায় ছিল। অনেকেই মনে করেন, এই বাইবেলই নির্ভরযোগ্য প্রাচীন ইঞ্জীল শরীফ, যা ‘বার্ণাবাসের বাইবেল’ নামে খ্যাত। এক কোটি ৪০ লাখ ব্রিটিশ পাউন্ড মূল্যের এ বাইবেল স্বর্ণাক্ষরে এবং ঈসা (আঃ)-এর নিজ ভাষা তথা আরামীয় ভাষায় লিখিত। তুরষ্কের পুলিশ ২০০০ সালে চোরাচালান দমনের এক অভিযানে পশুর মোটা চামড়ায় লেখা এবং চামড়া দিয়ে বাঁধাই করা এ বাইবেলটি উদ্ধার করে। ২০১০ সালের আগ পর্যন্ত বইটি কড়া প্রহরার মধ্যে গোপন রাখা হয় এবং এরপর আঙ্কারার প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তর করা হয়। হস্তলিখিত বইটির একটি পৃষ্ঠার ফটোকপির দাম ১৫ লাখ ব্রিটিশ পাউন্ড বলে মনে করা হচ্ছে। তুরষ্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী এর্তুগরোল গুনায় বলেছেন, প্রাচীন এই বাইবেল ইঞ্জীল শরীফের নির্ভরযোগ্য সংস্করণ হ’তে পারে এবং হযরত ঈসা (আঃ) সম্পর্কিত ইসলামী দৃষ্টিভঙ্গির সাথে এ বাইবেলের মিল থাকায় তা হয়তো খৃষ্টান গির্জার রোষাণলে পতিত হয়েছিল। ইসলাম ধর্ম ও গসপেলে বর্ণিত তথ্য অনুযায়ী ঈসা (আঃ) একজন মানুষ, ঈশ্বর নন। গসপেলের একটি সংস্করণ মতে, তিনি তার একজন যাজককে বলেন, মসীহকে কি নামে সম্বোধন করা হবে জান? তাঁর সম্মানিত নাম হবে মুহাম্মাদ’।

খুন না করেও যাবজ্জীবন দন্ড ভোগ করছে আমেরিকার কারাবন্দীরা

যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তদের মধ্যে ২৫৭০ জন রয়েছে যুবক। এরা যখন অপরাধ করেছে তখন তাদের বয়স ছিল ১৮ বছরের কম অর্থাৎ কিশোর অপরাধী। এর মধ্যে ৩০১ জন রয়েছে ক্যালিফোর্ণিয়ার কারাগারে। এদের খুনের মামলায় যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। আদালত এদের যামিনে মুক্তি দিতে নিষেধ করেছেন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তাদের কারাগারের অন্ধ প্রকোষ্ঠেই কাটাতে হবে। মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচে’র গবেষণামতে ক্যালিফোর্ণিয়ায় বন্দীদের অর্ধেকই প্রকৃত অর্থে খুনী নয়।

মহাকাশ স্টেশনের নিয়ন্ত্রণ কোড সমেত নাসার ল্যাপটপ উধাও

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্রের (নাসা) একটি ল্যাপটপ চুরি গেছে, যার মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নিয়ন্ত্রণের কমান্ড কোড ছিল। তবে কারা এ কাজ করেছে তা নিশ্চিত করা যায়নি। অতি গুরুত্বপূর্ণ তথ্যসহ ল্যাপটপ চুরি যাওয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মহাপরিদর্শক পল কে মার্টিন। তিনি বলেছেন, নাসার মোবাইল ফোন, ল্যাপটপসহ বহনযোগ্য ৪৮টি ডিভাইস হারিয়ে গেছে অথবা চুরি গেছে। এই চুরির ঘটনা ২০১১ সালের এপ্রিল থেকে ২০০৯ সালের এপ্রিলের মধ্যে ঘটে থাকতে পারে। এর মধ্যে গত বছর এনক্রিপট না করা একটি ল্যাপটপ চুরি গেছে, যার মধ্যে মহাকাশ স্টেশন নিয়ন্ত্রণের কমান্ড কোড লেখা রয়েছে। এটি চুরি গেছে ২০১১ সালের মার্চে।

মৃত্যুর ৪৮ বছর পর মহাত্মা গান্ধীকে খৃষ্টান করা হ’ল

মৃত্যুর ৪৮ বছর পর মহাত্মা গান্ধীকে খৃষ্টান বানানোর উদ্দেশ্যে আমেরিকার এক চার্চে তাকে দীক্ষিত করার দাবী জানানো হয়েছে। আমেরিকার এক গবেষক হেলন রেডকে দাবী করেছেন, আমেরিকার সল্ট লেক সিটিস্থিত চার্চ অফ জেসস ক্রাইস্ট অফ ল্যাটর ডে সেন্টস ১৯৯৬ সালের ২৭ মার্চ গান্ধীজির দীক্ষাকরণ করিয়েছিল এবং সাও পাওলো ব্রাজিল টেম্পলে ২০০৭ সালের ১৭ নভেম্বর তার পুষ্টিকরণের প্রক্রিয়া সম্পন্ন হয়।

আমেরিকার এই চার্চ অফ জেসস ক্রাইস্ট অফ ল্যাটর ডে সেন্টস ‘মোরমন চার্চ’ নামে খ্যাত। যেসব চার্চ আমেরিকায় খুব দ্রুত প্রসার লাভ করেছে তাদের মধ্যে এটিও একটি।

বিশ্বে অস্ত্র কেনা ও সামরিক খাতে ব্যয় বাড়ছেই

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) প্রদত্ত তথ্য অনুযায়ী বিশ্বে ২০০৯ সালের চেয়ে ২০১০ সালে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির হার বেড়েছে এক শতাংশ। ২০১০ সালে অস্ত্র ও সামরিক সরঞ্জাম ক্রয়ের কাজে খরচ হয়েছে ৪১১ বিলিয়ন ডলার। কিন্তু ২০০৯ সালে এই খাতে খরচ বৃদ্ধির হার ছিল সাত শতাংশ এবং এর মোট পরিমাণ ছিল ৪০৬ বিলিয়ন ডলার। অস্ত্র উৎপাদনে শীর্ষে থাকা ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টিই আমেরিকাভিত্তিক। আর ৩০টি প্রতিষ্ঠান রয়েছে ইউরোপের পশ্চিমাঞ্চলের দেশগুলোতে। সবার মধ্যে শীর্ষে রয়েছে আমেরিকান প্রতিষ্ঠান লকহিড মার্টিন। তারা অস্ত্র বিক্রি করেছে ৩৫.৭ বিলিয়ন ডলারের। দ্বিতীয় স্থানে যুক্তরাজ্যের বিএই সিস্টেমস। আর তৃতীয় স্থানে আমেরিকান সংস্থা বোয়িং।

[গণতন্ত্র ও মানবাধিকারের স্বঘোষিত বিশ্ব মোড়লরাই এসব মানব বিধ্বংসী অস্ত্র তৈরী ও বিক্রি করছে (স.স.)]

যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা ২১০৬টি

১২ বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে মসজিদের সংখ্যা ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০০ সালে মসজিদ ছিল ১২০৯টি। এখন সে সংখ্যা দাঁড়িয়েছে ২১০৬টি। ‘দ্য আমেরিকান মস্ক-২০১১: বেসিক ক্যারেক্টারিস্টিক অব দ্য আমেরিকান মস্ক, এটিটিউড অব মস্ক লিডার’ শিরোনামে এ গবেষণা জরিপে অংশ নেন মসজিদের ইমাম, মসজিদ কমিটির প্রেসিডেন্ট এবং বোর্ড মেম্বাররা। গবেষণা জরিপ থেকে জানা যায়, সবচেয়ে বেশী মসজিদ রয়েছে নিউইয়র্কে। এ সংখ্যা ২৫৭ এবং দ্বিতীয় সর্বোচ্চ মসজিদ রয়েছে ক্যালিফোর্ণিয়ায় ২৪৫টি। টেক্সাসে মসজিদ রয়েছে ১৬১ এবং ফ্লোরিডায় ১১৮। বড় মসজিদগুলোতে বার্ষিক গড়ে ১৫ জন করে মুসলিম হচ্ছেন। মোট মুছল্লীর সংখ্যা ২৬ লাখ।

[ইসলামের বিরুদ্ধে যত বেশী শত্রুতা করা হবে, ততই মুসলমানের সংখ্যা বাড়বে। এটি সত্যের তেজ। একে ঠেকানোর ক্ষমতা মানুষের নেই (স.স.)]

বিশ্বের ৪ শতাংশ বিলিয়নিয়ার ভারতীয় নাগরিক

বিশ্বে বিলিয়নিয়ারদের ৪ শতাংশ ভারতীয় নাগরিক। ‘ফোর্বস’ ম্যাগাজিনের বার্ষিক তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে ওয়ারেন বাফেট ও বিল গেটসের পাশাপাশি রয়েছেন ভারতের আম্বানী ভ্রাতৃদ্বয়, আযীম প্রেমজি ও এন আর নারায়ণমূর্তি। ফোর্বস-এর ১২২৬ বিলিয়নিয়ারের তালিকার শীর্ষে রয়েছেন মেক্সিকোর টেলিকম সম্রাট ৭২ বছর বয়সী কার্লোস স্লিম। তার নীট সম্পদের পরিমাণ ৬ হাযার ৯শ’ কোটি ডলার। তালিকায় ভারত থেকে ৪৮ জন বিলিয়নিয়ারের নাম রয়েছে।

[জি হ্যাঁ! যেদেশের শথকরা ৭৭ জন নাগরিক দারিদ্র্য সীমার নীচে বসবাস করে, সেই তথাকথিত বৃহত্তম গণতন্ত্রের দেশেই এগুলি সম্ভব, কেননা সূদের নামে মানুষের রক্ত অবাধে শোষণ করাটাও ধনীদের একচেটিয়া মানবাধিকার। তাছাড়া রাজনীতিকদের নির্বাচনী ব্যয় তো এই জোঁকেরাই বহন করে (স.স.)]

ব্রিটেনের ৫০ শতাংশের বেশী কৃষ্ণাঙ্গ তরুণই বেকার

দৈনিক ‘গার্ডিয়ান’ পত্রিকার এক খবরে বলা হয়েছে, গত বছর ৫৫ দশমিক ৯ শতাংশ কৃষ্ণাঙ্গ তরুণ বেকার থাকলেও শ্বেতাঙ্গ তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল মাত্র ২৩ দশমিক ৯ শতাংশ। ২০০৬ থেকে ২০১১ সালের পরিসংখ্যান তুলে ধরেছে ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান দফতর এবং তাতে দেখা গেছে ২০০৮ সালে দেশটিতে ১৭ শতাংশ শ্বেতাঙ্গ তরুণ বেকার থাকলেও একই সময়ে কৃষ্ণাঙ্গ তরুণদের মধ্যে বেকারত্বের হার ছিল ২৮ দশমিক ৮ শতাংশ।

[বিশ্ব শোষক ব্রিটেন এখন নিজেদের পাতানো সূদী অর্থনীতির ফাঁদে আটকে গেছে। বাঁচতে গেলে দ্রুত ইসলামী অর্থনীতি গ্রহণ করতে হবে (স.স.)]

ব্রিটেনে ৮০ ভাগ ধর্ষিতা নারী মুখ খোলে না

৮০ ভাগেরও বেশী ব্রিটিশ নারী ধর্ষিত অথবা শারীরিক নির্যাতনের শিকার হওয়ার পর পুলিশের কাছে রিপোর্ট বা কারো সঙ্গে শেয়ার করেন না। ‘মামনেট’ নামক এক ওয়েবসাইটের সাম্প্রতিক এক জরিপ থেকে এ তথ্য জানা গেছে। পরিসংখ্যানে দেখানো হয়েছে, এক হাযার ৬০০ মহিলার মধ্যে ১০ ভাগই কোন না কোন সময় ধর্ষিত এবং ৩৫ ভাগই শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। প্রায় ৩৫ ভাগ মহিলাই একাধিকবার ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে এবং তারা তাদের ওপর হামলাকারীদের চেনেন। কিন্তু তাদের মধ্যে ৮২ ভাগই পুলিশের কাছে রিপোর্ট করেননি। ২৯ ভাগই তাদের বন্ধু অথবা পরিবারের কাছে জানাননি কি ঘটেছে।

সততার দৃষ্টান্ত

সাড়ে তিন কোটি টাকার স্বর্ণালংকার ফেরত দিল থাই ট্যাক্সি ড্রাইভার

থাইল্যান্ডের এক ট্যাক্সিচালক তার ট্যাক্সিতে ফেলে যাওয়া ৮.২ কেজি ওযনের স্বর্ণালংকার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফিরিয়ে দেয়া স্বর্ণালংকারগুলোর মূল্য প্রায় ৪ লাখ ১০ হাযার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে তিন কোটি টাকা। ব্যাংককের ৫৬ বছর বয়সী ট্যাক্সিচালক সাক্সরি জানান, যোগাযোগের জন্য ফোন বা মোবাইল নম্বর না থাকায় তিনি মালিকের খোঁজে দু’দিন ধরে ট্যাক্সি চালিয়ে গোটা ব্যাংকক চষে বেড়ান। এরপর কমিউনিটি রেডিওতে স্বর্ণালংকারের দোকান মালিক ইকেরাত কানোকাওয়াত্তানা (৬০) পুলিশের কাছে অভিযোগ করেছেন বলে খবর প্রচার এবং স্থানীয় পত্র-পত্রিকায় স্বর্ণালংকার খোয়া যাওয়ার ঘটনা শিরোনাম হওয়ার পর তিনি কমিউনিটি রেডিওর সঙ্গে যোগাযোগ করেন। পরে মালিকের কাছে সেগুলো হস্তান্তর করেন। স্বর্ণালংকার ফিরে পেয়ে মালিক ট্যাক্সিচালককে ৬ হাযার ৪শ’ মার্কিন ডলার মূল্যের স্বর্ণ পুরস্কার দেন।






প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্যেই বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য আসামের মুখ্যমন্ত্রীর
বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে ঢাকা
কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক ঔষধ
যে গাছে আলু, সে গাছেই বেগুন
করোনার কারণে দু’লক্ষাধিক বাড়তি শিশু জন্ম নিতে চলেছে ফিলিপাইনে
মেয়াদোত্তীর্ণ ঔষধ ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা ও আল্টিমেটাম
বিরল নযীর স্থাপন করেছেন ময়মনসিংহ সরকারী মেডিকেলের পরিচালক (সেবার গল্প রূপকথা নয়, বাস্তবতা)
১০০ কি.মি. পাড়ি দিয়ে মালিকের কাছে ফিরল উট
বাংলাদেশসহ ৫ দেশে ভারত গ্রাউন্ড স্পেস স্টেশন করবে
নওগাঁয় চুনাপাথরের সর্ববৃহৎ খনির সন্ধান
পা দিয়ে বিমান চালান পাইলট
বিশ্বে এবার যমজ শিশু জন্মের রেকর্ড
আরও
আরও
.