‘করোনা’
মহামারির তান্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। এরই মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে
প্রাণঘাতী এই ভাইরাসের ভিন্ন ভিন্ন ধরন। এমন পরিস্থিতিতে ভারতীয় বিজ্ঞানীরা
নতুন এক ধরনের বিপজ্জনক ছত্রাকের সন্ধান দিয়েছেন। ‘ক্যানডিডা অরিস’ বা ‘সি
অরিস’ নামের বিশেষ ধরনের এই ছত্রাক বিশ্বজুড়ে পরবর্তী মহামারির কারণ হয়ে
উঠতে পারে বলে আশঙ্কা করছেন তারা। সম্প্রতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে
এই সুপারবাগের সন্ধান পেয়েছেন নয়াদিল্লী বিশ্ববিদ্যালয়ের গবেষক অনুরাধা
চৌধুরী এবং তার সহকর্মীরা। তারা বলছেন, এই সুপারবাগ মহামারী হয়ে উঠলে
বিশ্বজুড়ে ১ বছরেই প্রায় ১ কোটি ১০ লাখ মানুষের মৃত্যু হ’তে পারে। প্রথাগত
চিকিৎসা পদ্ধতির সাহায্যে এই সুপারবাগ মোকাবিলা সম্ভব নয়। কারণ ‘সি অরিস’
বাযারে প্রচলিত সব ধরনের ওষুধ প্রতিরোধী। অনুরাধা ও তার সহকর্মীরা আন্দামান
ও নিকোবর দ্বীপপুঞ্জের মোট ৮টি স্থান থেকে ৪৮টি নমুনা সংগ্রহ করেছিলেন।
সমুদ্র তীরের বালুকাভূমি, প্রবাল প্রাচীর, পাথুরে এলাকা, লবণাক্ত জলাভূমি
এবং বাদাবন থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করে দেখেছেন এবং সেখানে এর অস্তিত্ব
মিলেছে। উল্লেখ্য, ২০০৯ সালে জাপানে প্রথম ‘সি অরিস’-এর অস্তিত্ব মেলে।
পরবর্তীতে ব্রিটেনসহ কয়েকটি দেশের সমুদ্র তীরবর্তী এলাকায় গবেষকেরা এর খোঁজ
পেলেও ভারতে এই প্রথম দেখা গেল।