গাযায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইস্রাঈলের জন্য সামরিক সহায়তা বাবদ কমপক্ষে ১,৭৯০ কোটি ডলার ব্যয় করেছে। ইস্রাঈলে হামাসের হামলার বর্ষপূর্তিতে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্ট অফ ওয়ার প্রজেক্টের একটি প্রতিবেদন এই তথ্য প্রকাশিত হয়েছে। গাযায় যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত বৃদ্ধি পেয়েছে। গত বছর ৭ই অক্টোবরের হামলার পর থেকে ঐ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান যোরদার করতে অতিরিক্ত ৪৮৬ কোটি ডলার ব্যয় হয়েছে বলে গবেষকরা জানিয়েছেন।

১৯৪৮ সালে ইস্রাঈল প্রতিষ্ঠার পর থেকে তারা যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্যের ইতিহাসে সবচেয়ে বড় সহায়তা পেয়ে আসছে। কিন্তু তারপরও ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে ইস্রাঈলে পাঠানো সামরিক সহায়তা ছিল এক বছরে সবচেয়ে বেশী, মুদ্রাস্ফীতি-সমন্বিত ১,৭৯০ কোটি ডলার।

তবে গবেষকরা বলছেন, ইউক্রেনকে যে সামরিক সহায়তা দেয়া হয় যুক্তরাষ্ট্র তা নথিভুক্ত করে থাকে প্রকাশ্যে। কিন্তু গত ৭ই অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র ইস্রাঈলকে কী পাঠিয়েছে তার সম্পূর্ণ বিবরণ পাওয়া অসম্ভব। সে কারণে বছরের ১,৭৯০ কোটি ডলার একটি আংশিক চিত্র মাত্র।

[প্রকৃত প্রস্তাবে যুদ্ধ হচ্ছে আমেরিকা বনাম হামাসের সাথে। ইস্রাঈল তাদের পক্ষে প্রক্সি দিচ্ছে মাত্র। অতএব আমেরিকার ও পাশ্চাত্যের পুচ্ছধারী মুসলিম রাষ্ট্রগুলির সাবধান হওয়া উচিত। কে না জানে যে, আমেরিকা যা বন্ধু হয়, তার অন্য কোন শত্রু লাগে না (স.স.)]







একজন ডাক্তারের তৎপরতায় বদলে গেল একটি হাসপাতাল
মোবারকগঞ্জ সরকারী চিনিকলে প্রতি কেজি চিনির উৎপাদন ব্যয় ৫৪২ টাকা!
তালগাছ যেন নিজের সন্তান
কিউবার বিপ্লবী নেতা ফিডেল ক্যাস্ট্রোর মৃত্যু
বাংলাদেশে বিচারাধীন কারাবন্দীর সংখ্যা এশিয়ার মধ্যে সর্বাধিক
মৃত্যুর সময় সামান্য পানি চেয়েও পেলেন না নারায়ণগঞ্জের কোটিপতি ব্যবসায়ী
প্রতিবছর ৭ শত পিতৃহীন মেয়েকে বিবাহ দেন যে ব্যবসায়ী!
তামার কয়েন বিক্রি দু’লক্ষাধিক ডলারে
ভারতে ধর্মনিরপেক্ষতার নমুনা!
সম্পদ নিয়ে সন্তানদের লড়াই, ২৪ ঘন্টা পড়ে থাকল পিতার মরদেহ
করোনায় এ পর্যন্ত আক্রান্ত প্রায় ৬৮ কোটি ৭০ লাখ এবং মৃতের সংখ্যা ৬৮ লাখ ৫০ হাযার মানুষ
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দেয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা আছে : আইনমন্ত্রী
আরও
আরও
.