গাযায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ইস্রাঈলের জন্য সামরিক সহায়তা বাবদ কমপক্ষে ১,৭৯০ কোটি ডলার ব্যয় করেছে। ইস্রাঈলে হামাসের হামলার বর্ষপূর্তিতে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের কস্ট অফ ওয়ার প্রজেক্টের একটি প্রতিবেদন এই তথ্য প্রকাশিত হয়েছে। গাযায় যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত বৃদ্ধি পেয়েছে। গত বছর ৭ই অক্টোবরের হামলার পর থেকে ঐ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান যোরদার করতে অতিরিক্ত ৪৮৬ কোটি ডলার ব্যয় হয়েছে বলে গবেষকরা জানিয়েছেন।

১৯৪৮ সালে ইস্রাঈল প্রতিষ্ঠার পর থেকে তারা যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্যের ইতিহাসে সবচেয়ে বড় সহায়তা পেয়ে আসছে। কিন্তু তারপরও ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে ইস্রাঈলে পাঠানো সামরিক সহায়তা ছিল এক বছরে সবচেয়ে বেশী, মুদ্রাস্ফীতি-সমন্বিত ১,৭৯০ কোটি ডলার।

তবে গবেষকরা বলছেন, ইউক্রেনকে যে সামরিক সহায়তা দেয়া হয় যুক্তরাষ্ট্র তা নথিভুক্ত করে থাকে প্রকাশ্যে। কিন্তু গত ৭ই অক্টোবর থেকে যুক্তরাষ্ট্র ইস্রাঈলকে কী পাঠিয়েছে তার সম্পূর্ণ বিবরণ পাওয়া অসম্ভব। সে কারণে বছরের ১,৭৯০ কোটি ডলার একটি আংশিক চিত্র মাত্র।

[প্রকৃত প্রস্তাবে যুদ্ধ হচ্ছে আমেরিকা বনাম হামাসের সাথে। ইস্রাঈল তাদের পক্ষে প্রক্সি দিচ্ছে মাত্র। অতএব আমেরিকার ও পাশ্চাত্যের পুচ্ছধারী মুসলিম রাষ্ট্রগুলির সাবধান হওয়া উচিত। কে না জানে যে, আমেরিকা যা বন্ধু হয়, তার অন্য কোন শত্রু লাগে না (স.স.)]







কিউবার বিপ্লবী নেতা ফিডেল ক্যাস্ট্রোর মৃত্যু
মরা গরু নিয়ে বিপাকে ভারত সরকার
১০০ কি.মি. পাড়ি দিয়ে মালিকের কাছে ফিরল উট
সিরিল রেডক্লিফ : ভারতবর্ষে বিভাজনের কারিগর
১৮ বছর বয়সোর্ধ্ব ভারতীয় ইচ্ছামত ধর্ম গ্রহণ করতে পারবে
রূপপুর পারমাণবিক প্রকল্পের জন্য চেরনোবিল দুর্ঘটনার বার্তা
চীনের জিনজিয়াং প্রদেশে ঘরে কুরআন রাখতে নিষেধাজ্ঞা
মুসলমান হওয়ার কারণেই শান্তিপ্রিয় রোহিঙ্গাদের ওপর নিপীড়ন - -পোপ ফ্রান্সিস
নাইজেরিয়ায় গভর্নরের স্ত্রীর ইসলাম গ্রহণ
পশ্চিমবঙ্গের প্রখ্যাত ইতিহাসবিদ গোলাম আহমাদ মোর্তজার মৃত্যু
মারা গেলেন ভারতের বিশিষ্ট শিল্পপতি ও দানবীর রতন টাটা
নতুন ঘরে ১৬৪২ জন, পর্যায়ক্রমে সবাইকে স্থানান্তরের আশা (ভাসানচরে নতুন ঠিকানায় রোহিঙ্গারা)
আরও
আরও
.