লিভারের রোগের নতুন ও খুবই অল্প খরচে চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছেন বাংলাদেশের চিকিৎসকদের একটি দল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এই দলটি বলছে, তাদের উদ্ভাবিত স্টেম সেল থেরাপি এবং বিলিরুবিন ডায়ালাইসিসের এ পদ্ধতিতে প্রচলিত যন্ত্রপাতিকেই নতুনভাবে ব্যবহার করা হয়েছে- যাতে অনেক কম খরচে অকার্যকর লিভার বা হেপাটাইটিসের চিকিৎসা করা যাবে।

গবেষণা দলের একজন বিএসএমএমইউর লিভার বিভাগের অধ্যাপক মামূন আল-মাহতাব বলেন, লিভার সিরোসিস বা অন্য কোন কারণে যখন কারো লিভার অকার্যকর হয়ে যায় তখন এই চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। এরূপ সমস্যায় একমাত্র চিকিৎসা হ’ল লিভার প্রতিস্থাপন। কিন্তু বাংলাদেশে এখনও লিভার প্রতিস্থাপন করা যায় না। প্রতিবেশী ভারতে এই চিকিৎসায় খরচ হয় ৪০ লাখ টাকারও বেশী। এক্ষেত্রে আমরা নতুন এই চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছি। এজন্য পদ্ধতি দু’টি। একটি স্টেম সেল চিকিৎসা আর অন্যটি ডায়ালাইসিস। তিনি বলেন, এই পদ্ধতিতে লিভারকে একদম সুস্থ করতে না পারলেও অবস্থার ৯০% উন্নতি করা সম্ভব।

অধ্যাপক মামূন জানান, তাদের এই উদ্ভাবন গত মাসে দিল্লিতে অনুষ্ঠিত এশীয় প্রশান্ত মহাসাগরীয় সম্মেলনে তারা তুলে ধরেছেন। আরো দু’টো আন্তর্জাতিক জার্নালেও এই আবিষ্কারের কথা প্রকাশিত হয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক কোন গবেষকই তাদের এই উদ্ভাবনকে চ্যালেঞ্জ করেননি।

তিনি জানান, এই স্টেম সেল চিকিৎসার পিছনে বর্তমানে লক্ষাধিক টাকা খরচ পড়লেও তারা এখন ৬০ থেকে ৭০ হাযার টাকায় নামিয়ে আনার চেষ্টা করছেন। অন্যদিকে থাইল্যান্ডে এই চিকিৎসা করতে খরচ হয় ১৬ থেকে ১৭ লক্ষ টাকার মতো। আর ডায়ালাইসিস পদ্ধতিতে খরচ পড়বে ৪০ থেকে ৫০ হাযার টাকা। যেটা করতে সাধারণত খরচ হয় চার থেকে পাঁচ লাখ টাকা।







সঊদী আরবের কাছে ২৪ লাখ কোটি টাকার অস্ত্র বিক্রি করবে আমেরিকা
প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্যেই বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য আসামের মুখ্যমন্ত্রীর
ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়েছে
স্বদেশ-বিদেশ
মার্কিন মুল্লুকের তরুণেরা কেন এত আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন!
ব্রিটিশ লেখকের আশঙ্কা : ২০ বছরের মধ্যে শিশুদের মূর্খ বানাবে ফেসবুক-টুইটার
পৃথিবীর সামনে মহাবিপদ : থেমে যেতে পারে আটলান্টিকের স্রোত, জমে যেতে পারে ইউরোপ
মৌলিক অধিকারে বাংলাদেশ তলানিতে - -দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের জরিপ
ফ্রান্সে ক্যাথলিক যাজকদের দ্বারা নির্যাতনের শিকার ২ লাখের অধিক শিশু
চীনে দুর্নীতির কারণে ৩ লাখ কর্মকর্তার সাজা
বিধ্বংসী ঝড়ই হবে ভবিষ্যৎ পৃথিবীর নিউ নর্মাল : মার্কিন বিশেষজ্ঞদের সতর্কতা
বাংলাদেশে প্রথম টেস্টটিউব পদ্ধতিতে দু’টি বকনা বাছুরের জন্ম
আরও
আরও
.