লিভারের রোগের নতুন ও খুবই অল্প খরচে চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছেন বাংলাদেশের চিকিৎসকদের একটি দল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এই দলটি বলছে, তাদের উদ্ভাবিত স্টেম সেল থেরাপি এবং বিলিরুবিন ডায়ালাইসিসের এ পদ্ধতিতে প্রচলিত যন্ত্রপাতিকেই নতুনভাবে ব্যবহার করা হয়েছে- যাতে অনেক কম খরচে অকার্যকর লিভার বা হেপাটাইটিসের চিকিৎসা করা যাবে।

গবেষণা দলের একজন বিএসএমএমইউর লিভার বিভাগের অধ্যাপক মামূন আল-মাহতাব বলেন, লিভার সিরোসিস বা অন্য কোন কারণে যখন কারো লিভার অকার্যকর হয়ে যায় তখন এই চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। এরূপ সমস্যায় একমাত্র চিকিৎসা হ’ল লিভার প্রতিস্থাপন। কিন্তু বাংলাদেশে এখনও লিভার প্রতিস্থাপন করা যায় না। প্রতিবেশী ভারতে এই চিকিৎসায় খরচ হয় ৪০ লাখ টাকারও বেশী। এক্ষেত্রে আমরা নতুন এই চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছি। এজন্য পদ্ধতি দু’টি। একটি স্টেম সেল চিকিৎসা আর অন্যটি ডায়ালাইসিস। তিনি বলেন, এই পদ্ধতিতে লিভারকে একদম সুস্থ করতে না পারলেও অবস্থার ৯০% উন্নতি করা সম্ভব।

অধ্যাপক মামূন জানান, তাদের এই উদ্ভাবন গত মাসে দিল্লিতে অনুষ্ঠিত এশীয় প্রশান্ত মহাসাগরীয় সম্মেলনে তারা তুলে ধরেছেন। আরো দু’টো আন্তর্জাতিক জার্নালেও এই আবিষ্কারের কথা প্রকাশিত হয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক কোন গবেষকই তাদের এই উদ্ভাবনকে চ্যালেঞ্জ করেননি।

তিনি জানান, এই স্টেম সেল চিকিৎসার পিছনে বর্তমানে লক্ষাধিক টাকা খরচ পড়লেও তারা এখন ৬০ থেকে ৭০ হাযার টাকায় নামিয়ে আনার চেষ্টা করছেন। অন্যদিকে থাইল্যান্ডে এই চিকিৎসা করতে খরচ হয় ১৬ থেকে ১৭ লক্ষ টাকার মতো। আর ডায়ালাইসিস পদ্ধতিতে খরচ পড়বে ৪০ থেকে ৫০ হাযার টাকা। যেটা করতে সাধারণত খরচ হয় চার থেকে পাঁচ লাখ টাকা।







তামার কয়েন বিক্রি দু’লক্ষাধিক ডলারে
উগান্ডায় নতুন স্বর্ণখনি আবিষ্কার : মওজূদ প্রায় ১২ লাখ কোটি ডলারের স্বর্ণ!
২ লাখ ৪০ হাযার সূদ দেয়ার পরও আসল ৪০ হাযার টাকা বাকি; দাদন ব্যবসায়ীর পক্ষে পুলিশ
সুইডেনে শ্রেণীকক্ষে কম্পিউটার স্ক্রিন নিষিদ্ধ হচ্ছে
চীনের জিনজিয়াং প্রদেশে ঘরে কুরআন রাখতে নিষেধাজ্ঞা
আফটার স্কুল মক্তব : প্রাথমিক ইসলাম শিক্ষায় নতুন প্রয়াস
সর্বপ্রথম কোয়ারেন্টাইন উদ্ভাবন করেন মুহাম্মাদ (ছাঃ)
দেশে ১৬ লাখ প্রতিবন্ধী শনাক্ত
ছেলের খোঁজে ৫ লাখ কিলোমিটার!
করোনায় জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যু
পাসপোর্ট থেকে ‘ইস্রাঈল ব্যতীত’ শব্দ বাদ দেওয়া দুঃখজনক -সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন
দেশে সাড়ে তিন কোটির অধিক শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সিসা
আরও
আরও
.