চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. কুরআন শব্দের অর্থ কি?

২. কুরআনের আলোচ্য বিষয় ও উদ্দেশ্য কি?

৩. কুরআন কোথায় সংরক্ষিত আছে?

৪. কুরআন রাসূল (ছাঃ)-এর উপরে কোথায় কখন অবতীর্ণ হয়?

৫. সর্বপ্রথম কুরআনের পূর্ণাঙ্গ কোন সূরা নাযিল হয়?

৬. কুরআনের সর্বপ্রথম হাফেয কে?

৭. কুরআন নাযিল হ’তে কত সময় লেগেছে?

৮. মক্কায় সর্বপ্রথম কোন সূরা নাযিল হয়?

৯. মক্কায় সর্বশেষ কোন সূরা নাযিল হয়?

১০. মদীনায় সর্বপ্রথম ও সর্বশেষে কোন সূরা নাযিল হয়?

 চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ঐতিহাসিক স্থান ও স্থাপনা)

১. আফগানদুর্গ কোথায় অবস্থিত?

২. আহসান মনযিল কে নির্মাণ করেন?

৩. মহাস্থানগড়ে কোন যুগের শিলালিপি পাওয়া গেছে?

৪. সোমপুর বিহার কোথায় অবস্থিত?

৫. পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত?

৬. শালবন বিহার কোথায় অবস্থিত?

৭. শালবন বিহার কে তৈরী করেন?

৮. আনন্দ বিহার কোথায় অবস্থিত?

৯. আনন্দ বিহার কে তৈরী করেন?

১০. বাংলাদেশের প্রাচীন শহর কোনটি?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বংশাল, ঢাকা।

সোনামণি সংবাদ

পানিশাইল, নিয়ামতপুর, নওগাঁ ২২শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ ফজর পানিশাইল হাফিযিয়া মাদরাসায় সোনামণি নওগাঁ-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মুহাম্মাদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আব্দুল মুতাকাবিবর এবং ইসলামী জাগরণী পরিবেশন করে আছীফ ও বিপ্লব। উল্লেখ্য যে, প্রশিক্ষণে ৬০ জন সোনামণি উপস্থিত ছিল।

পাঁজরভাঙ্গা, মান্দা, নওগাঁ ২২শে সেপ্টেম্বর শুক্রবার : অদ্য বাদ জুম‘আ পাঁজরভাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি নওগাঁ-পূর্ব সাংগঠনিক যেলার উদ্যোগে সোনামণি নওগাঁ-পূর্ব যেলা পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আফযাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি আব্দুর রহমান। সভা শেষে ডা. শাহীনুর রহমানকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট নওগাঁ-পূর্ব সাংগঠনিক যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।

দেলধা, টাংগাইল সদর, টাংগাইল ২রা অক্টোবর সোমবার : অদ্য বাদ আছর দেলধা আহলেহাদীছ জামে মসজিদে ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ টাংগাইল সাংগঠনিক যেলার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সুধী সমাবেশে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আবুল কালাম, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সস্পাদক মুখতারুল ইসলাম ও ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক যয়নুল আবেদীন। সমাবেশে স্বাগত ভাষণ পেশ করেন যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি মাসঊদুর রহমান। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত ও ইসলামী জাগরণী পরিবেশন করেন হাফেয ইয়া‘কূব। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন যেলা ‘যুবসংঘ’-এর সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সস্পাদক নাজমুল হোসাইন। সমাবেশ শেষে শরীফুল ইসলামকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট সোনামণি টাংগাইল সাংগঠনিক যেলা পরিচালনা পরিষদ গঠন করা হয়।

চাঁদপুর, বিরামপুর, দিনাজপুর ১লা অক্টোবর রবিবার : অদ্য সকাল ১১-টায় দিনাজপুর যেলার বিরামপুর থানাধীন চাঁদপুর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলার সভাপতি রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক মুহাম্মাদ আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় সহ-পরিচালক আবু হানীফ। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি মুহাম্মাদ আল-আমীন ও ইসলামী জাগরণী পরিবেশন করে রেযাউল ইসলাম। অনুষ্ঠান শেষে রাশেদুল ইসলামকে পরিচালক করে ৭ সদস্য বিশিষ্ট ‘সোনামণি’ দিনাজপুর-পূর্ব সাংগঠনিক যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।

জ্বলে দাউ দাউ

মাশারেকুল আনোয়ার

গেন্ডা, সাভার, ঢাকা।

চেয়ে দেখ মিয়ানমার জ্বলে দাউ দাউ

আবাল-বৃদ্ধ-বনিতা কাঁদে হাউ মাউ।

গাছের ডালে পাখি কাঁদে দেখে এসব দৃশ্য

মুখে কুলুপ এঁটে বসে আছে মুসলিম বিশ^।

নাফ নদীর মাছ কাঁদে, কাঁদে বনের পশু

ওরা আগুনে পুড়িয়ে মারছে দুগ্ধপোষ্য শিশু।

মা-বোনের ইয্যত নিয়ে ওরা খেলে ছিনিমিনি

নির্যাতনের দৃশ্য দেখে চোখে আসে পানি।

একবিংশ শতাব্দীর এটা জাহেলিয়াত নব্য

সভ্যতার লেবাস পরে ওরা বর্বর অসভ্য।

শান্তিতে নোবেল নিয়ে সুচি অশান্তির ধ্বজাধারী

রাজপ্রাসাদে বসে কূটচালে করছে অশান্তি তৈরী।

বিশ^ মুসলিম এক হও বাধ সবে জোট

ভেঙ্গে দাও হায়েনাদের সাম্রাজ্যবাদী গোঠ।

মুসলিমদের অস্তিত্বে হেনেছে আঘাত

বিরোধীদের রুখতে হও আগুয়ান হাতে মিলাও হাত।

শপথ নাও পাশে দাঁড়াবার নির্যাতিত মানুষের

অশুভ শক্তির খড়গ যেন না উঠে অসহায়দের উপরে ফের।

রোহিঙ্গাদের উপর অত্যাচার

আয়েশা আখতার

পবা, নওহাটা, রাজশাহী।

বিশ্বজুড়ে নেই শান্তি, মুসলমানদের নেই অধিকার,

শেষ কি হবে না রোহিঙ্গাদের এই অত্যাচার।

নেই খাদ্য নেই বস্ত্র, নেই তাদের আবাস

হায়েনার দল তাদের করছে জীবন নাশ।

কেন তাদের এই শাস্তি, কি তাদের অপরাধ?

নিষ্ঠুর সেনাদের অত্যাচার চলছে দিন-রাত।

দুর্বল এই মানুষগুলোর পাশে দাঁড়াবার কেউ কি নাই?

কেঁদে কেঁদে তাই আল্লাহর কাছে এদের মুক্তি চাই।

ঘুরছে পথে লক্ষ-কোটি স্বজন হারা মুসলমান,

বাঁচাও তাদের ওগো আল্লাহ! তুমি গফূর তুমি রহমান।

নির্যাতিত মুসলমানদের রক্ষা করতে

আল্লাহ তোমার গায়েবী মদদ চাই,

তুমি ছাড়া রোহিঙ্গাদের বাঁচার উপায় নাই।







আরও
আরও
.