গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর
১. শেষনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ (ছাঃ)-এর উপর।
২. সূরা আলাকের ১-৫ নং পর্যন্ত ৫টি আয়াত।
৩. সুদীর্ঘ ২৩ বছরে।
৪. ওছমান (রাঃ)-কে।
৫. মাছহাফে ওছমান।


গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর
১. নাক।
২. শিশির।
৩. চাঁদ।
৪. চালকুমড়া।
৫. কলা।


চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)
১. পবিত্র কুরআনের অবতরণস্থল কোথায়?
২. মহান আল্লাহ তা‘আলা রাসূলগণের নিকটে কি অবতীর্ণ করতেন?
৩. অহী নিয়ে অবতরণের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার নাম কি?
৪. অহী কত প্রকার ও কি কি?
৫. রাসূল (ছাঃ)-এর নিকটে কয়টি পদ্ধতিতে অহী অবতীর্ণ হয়েছিল এবং তা কি কি?
সংগ্রহে : বযলুর রহমান
কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি)
১. সূর্যের ব্যাস কত?
২. সূর্যের গ্যাসীয় উপদান কি কি?
৩. সূর্য পৃথিবী অপেক্ষা কতগুণ বড়?
৪. সূর্যের সমস্ত তাপের কতভাগ আমরা পেয়ে থাকি?
৫. সূর্য কোন নক্ষত্রমন্ডলে অবস্থিত?
সংগ্রহে : সাখাওয়াত হোসাইন
পরিচালক, রজনীগন্ধা শাখা, সোনামণি মারকায এলাকা।


সোনামণি সংবাদ
নওদাপাড়া, রাজশাহী ১৯ সেপ্টেম্বর বুধবার : অদ্য বাদ এশা দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে এক সোনামণি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১২-এর শাখা পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনামণি মারকায এলাকার পরিচালক আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনামণি নওদাপাড়া মারকায এলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
নওদাপাড়া, রাজশাহী ২৯ সেপ্টেম্বর শনিবার : অদ্য বাদ এশা দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে উপযেলা পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনামণি মারকায এলাকার পরিচালক আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘যুবসংঘ’-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল হালীম বিন ইলিয়াস ও সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনামণি মারকায এলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

সেরা সোনামণি
-মুহাম্মাদ নাজমুস সা‘আদাত
পাটকেলঘাটা, সাতক্ষীরা।
সোনার চেয়ে দামি জিনিস নেইকো ভুবন পর,
সোনামণি তার চেয়েও দামি শীর্ষে সবার।
সোনা চলে বেচা-কেনা হাট-বাজার মাঝে
সোনামণি যায় না কেনা সকাল কিংবা সাঝে।
স্বর্ণালংকার দেহের ভূষণ থাকে নারীর করে,
সোনামণি সবার ভূষণ বুঝাই বল কারে?
সোনা হ’ল অঙ্গের শোভা থাকে শরীর মাঝে,
সোনামণি গুণের বাহার লাগে সবার কাজে।
চুরি হওয়ার ভয়ে সোনা রাখে গোপন ঘরে,
সোনামণি হয় না চুরি ইহ-পরপারে।
এসিড ছাড়া আসল সোনা যায় না চেনা জানি
অহী-র আলোয় মন বিহারী সেরা সোনামণি।




আরও
আরও
.