গত সংখ্যার সাধারণ জ্ঞান (মহাশূন্য)-এর সঠিক উত্তর

১। ১১টি।                   ২। ৪৪টি।            ৩। পৃথিবী।

৪। ২৯ দিন ৫ ঘণ্টা।                 ৫। বুধ।

গত সংখ্যার মেধা পরীক্ষা (কম্পিউটার)-এর সঠিক উত্তর

১। চালর্স ব্যাবেজ (ইংল্যান্ড)।

২। ১৯৬৪ সালে (পরমাণু শক্তি কেন্দ্রে)।

৩। আইবিএম ১৬২০।

৪। সেয়মোর ক্রে।

৫। কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে ROM (Read Only Memory) বলে।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ)

১। বাংলাদেশের সরকারী নাম কি?

২। বাংলাদেশের পার্লামেন্টের নাম কি?

৩। বাংলাদেশের আয়তন কত?

৪। বাংলাদেশে বিভাগ কয়টি ও কি কি?

৫। বাংলাদেশে সিটি কর্পোরেশন কয়টি ও কি কি?

সংগ্রহে : আব্দুর রশীদ

কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (গ্রীষ্মের ধাঁধা)

১। দুই অক্ষরে নাম যার উপকারীর দলে

শেষের অক্ষর বাদ দিলে খাড়া হয়ে চলে।   

২। তিন অক্ষরের নাম যাতে মানুষ অস্থির হয়

মাঝের অক্ষর বাদ দিলে মাঠে আবাদ হয়।

৩। দুই অক্ষরের জিনিসটির জন্য সবাই পাগলপরা

শেষের অক্ষর বাদ দিলে করে ঘোরাফেরা।

৪। তিন অক্ষরের জিনিসটিতে সুখেরি এক দোলা

প্রথম অক্ষর বাদ দিলে কি যে নোংরা খেলা।

৫। তিন অক্ষরের নামটি সর্বদাই যার আশা

গ্রীষ্মের প্রয়োজনে করে নিরাশা।

সংগ্রহে : ইমামুদ্দীন

কেন্দ্রীয় পরিচালক, সোনামণি।

সোনামণি সংবাদ

রামনগর, ধুনট, বগুড়া ৬ মে বৃহষ্পতিবার : অদ্য সকাল সাড়ে ৬-টায় রামনগর হাফেযিয়া মাদরাসায় এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদরাসার তত্ত্বাবধায়ক মাওলানা ফোরাইযুল হক্ব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি’র সাবেক কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ। তিনি সোনামণি সংগঠন পরিচিতি, সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনে ইসলামী বিধান মেনে চলার গুরুত্ব বিষয়ে আলোচনা পেশ করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক ও ধুনট থানার সভাপতি হাফেয আবু বকর ছিদ্দীক। প্রশিক্ষণে কুরআন তেলাওয়াত করে সোনামণি সুমাইয়া খাতুন ও ইসলামী জাগরণী পরিবেশন করে মুহাম্মাদ মূসা। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদরাসার শিক্ষক হাফেয মুযযাম্মেল হক্ব। অনুষ্ঠানে হাফেয মুযযাম্মেল হক্বকে পরিচালক করে বালক ও বালিকাদের পৃথক দু’টি শাখা গঠন করা হয়।

কান্ডনগর, ধুনট, বগুড়া ৭ মে শুক্রবার : অদ্য সকাল সাড়ে ৬-টায় কান্ডনগর নুরানী তা‘লীমুল কুরআন হাফেযিয়া মাদরাসায় এক বিশেষ সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মাদরাসার শিক্ষক এবং বগুড়া যেলা ‘আন্দোলন’-এর প্রশিক্ষণ সম্পাদক ও ধুনট থানার সভাপতি হাফেয মুহাম্মাদ আবূ বকর ছিদ্দীক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি’র সাবেক কেন্দ্রীয় পরিচালক শিহাবুদ্দীন আহমাদ। তিনি সংগঠন পরিচিতি, সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনে ইসলামী বিধান প্রতিপালনের গুরুত্ব বিষয়ে আলোচনা পেশ করেন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি নাঈম বিল্লাহ ও ইসলামী জাগরণী পরিবেশন করে আব্দুল কাইয়ুম। অনুষ্ঠান পরিচালনা করেন রামনগর হাফেযিয়া মাদরাসার শিক্ষক হাফেয মুহাম্মাদ মুযযাম্মেল হক। প্রশিক্ষণ শেষে কান্ডনগর সোনামণি বালক শাখা গঠন করা হয়।

সোনামণি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১০-এর বিজয়ীদের তালিকা

(বাকী অংশ)

অর্থ সহ কুরআন তেলাওয়াত :

১ম  জারীন তাছনীম (যশোর) ও শাহিদা (নীলফামারী)

২য় সালমা (দিনাজপুর),   ৩য় সুমাইয়া (দিনাজপুর)

অর্থসহ হাদীছ পাঠ :

১ম   জারীন (যশোর)      ২য় সালমা (দিনাজপুর)

৩য় হুমায়রা (রাজশাহী)

ছবি অংকন :  ১ম হুমায়রা (রাজশাহী)।

 

মা

নাফিসা বিনতু জালাল জাদীদা

জাগির হোসেন একাডেমী, পাবনা

যদি প্রশ্ন কর গ্রহ-উপগ্রহ ভ্রমণে

সঙ্গে নেবে কাকে?

বলব আমি মাকে।

যদি জানতে চাও প্রিয় মুখচ্ছবি

অাঁকবে তুমি কার?

বলব আমি মা’র।

যদি জানতে চাও সবচেয়ে কি বেদনার?

বলব আমি অাঁখিজল মোর মা’র।

যদি দেখতে চাও সবচেয়ে কি সুখের?

বলব আমি হাসি মোর মার মুখের।

***






আরও
আরও
.