গত সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)-এর সঠিক উত্তর
১. খাদীজাতুল কুবরা (রাঃ)-এর নিকট ।
২. খাদীজাতুল কুবরা (রাঃ)
৩. আয়েশা (রাঃ)-এর নিকট।
৪. খাদীজাতুল কুবরা (রাঃ) ও আবু তালেব-এর সাথে।
৫. আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। কেননা আপনি আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করেন, অসহায়-দুঃস্থদের দায়িত্ব গ্রহণ করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মহমানের আপ্যাযন করেন এবং হক প্রতিষ্ঠায় সহায়তা করেন (বুখার হা/৩, ‘অহি-র সূচনা’ অধ্যায়)।
গত সংখ্যার সাধারণ জ্ঞান (বিজ্ঞান ও প্রযুক্তি)-এর সঠিক উত্তর
১. ৩৫টি উপজাতি রয়েছে। ২. চাকমা
৩. পার্বত্য চট্টগ্রাম। ৪. বৌদ্ধ।
৫. পোড়ানো হয়। তবে সাত বছরের ছোট শিশুদের কবর দেওয়া হয়।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামের ইতিহাস)
১. কোন খলীফার শাসনামলে মুসলমানগণ প্রথম ভারত অভিযানের প্রচেষ্টা করেন?
২. পারস্য বিজয়ের ফলে মুসলিম সাম্রাজ্যের সীমা কোন দেশের সন্নিকটে এসে পড়ে?
৩. মুহাম্মাদ বিন কাসেম সিরীয় ও ইরাকী কত যোদ্ধা নিয়ে সিন্ধুর দিকে অগ্রসর হন?
৪. মুহাম্মাদ বিন কাসিমের শাসনামলের সময়কাল কত?
৫. আরবরা ভারতীয়দের কাছ থেকে কি বিষয়ে জ্ঞান লাভ করেছিল?
চলতি সংখ্যার সাধরণ জ্ঞান (বাংলাদেশের নদ-নদী)
১. প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের কতটি আন্তঃসীমান্ত নদী রয়েছে?
২. মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত নদী কতটি?
৩. বাংলাদেশর ক্ষুদ্রতম নদীর নাম কি?
৪. বাংলাদেশের দীর্ঘতম, বৃহত্তম, প্রশস্ততম ও গভীরতম নদী কোনটি?
৫. নদীর বিজ্ঞানসম্মত বিদ্যাকে কি বলে?
সংগ্রহে : ওবায়দুল্লাহ
কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।
সোনামণি সংবাদ
নওদাপাড়া, রাজশাহী ১০ মার্চ রবিবার : অদ্য বাদ মাগরিব আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর পশ্চিম পার্শ্বস্থ ভবনের ৩য় তলায় অবস্থিত সোনামণি কেন্দ্রীয় কার্যালয়ে সোনামণি মারকায এলাকা কর্তৃক প্রকাশিত ‘সোনামণি প্রতিভা’র সম্পাদনা পরিষদকে নিয়ে এক বিশেষ আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। সোনামণি প্রতিভার প্রধান উপদেষ্টা ও সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। তিনি ‘সোনামণি প্রতিভা’ সম্পাদনা পরিষদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ দেন এবং ‘সোনামণি প্রতিভা’র উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন। বৈঠকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল লতীফ এবং প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুর রশীদ ও বযলুর রহমান।
আহলেহাদীছ
মীযানুর রহমান
নশীপুর, বগুড়া।
আহলেহাদীছ আমার রাসূলের বচন
হাদীছে লেখা বুলি
সেই বুলিতে এ জীবনকে
মধুর করে তুলি।
আহলেহাদীছ আমার ভোরের আলো
নদীর কলতান
সেই তানেতে সকাল-বিকাল
জুড়ায় আমার প্রাণ।
আহলেহাদীছ আমার গর্ব
গভীর ভালোবাসা
সেই প্রীতিতে স্বপ্ন দেখি
মিটাই মনের আশা।
***
মুমিন হও
মুহাম্মাদ শহীদুল ইসলাম
মোচড়া, আখড়াঘোনা, সাতক্ষীরা।
তুমি মুমিন হও অন্তরকে পরিশুদ্ধ কর।
তুমি মুসলিম হও তবেই তুমি মৃত্যুবরণ কর।
আল্লাহকে কর ভয় তবেই তোমার জয়।
আল্লাহ যামার সব নেই তাঁর পরাজয়।
মানুষকে ভালবাস বন্ধু চিনে নাও
ভেবে চিন্তে সামনে এগিয়ে যাও।
মুমিন মুমিনের বন্ধু কাফিরের শত্রু হয়
কাফিরের সাথে মুমিনের বন্ধুত্ব সম্ভব নয়।
***
সরল পথ
রবীউল ইসলাম
নবাবগঞ্জ, দিনাজপুর।
সত্য কথা বল মুমিন
সরল পথে চল,
ইহকালে দুঃখ হ’লেও
পরকাল হবে ভালো।
বাঁকা পথে দুষ্টরা সব
করছে কত খেলা,
গেলে তুমি সেই পথে ভাই
বাড়বে শুধু জ্বালা।
সময় থাকতে ধর সবাই
আল্লাহর নবীর বাণী
চেষ্টা তোমায় করতে হবে
শিখতে কুরআন খানি।
***