গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর
১. যায়েদ বিন ছাবিত (রাঃ)।
২. আলী বিন আবী তালেব (রাঃ)।
৩. সুমাইয়া (রাঃ)। ৪. ইয়াসার (রাঃ)।
৫. বেলাল (রাঃ)। ৬. দ্বিতীয় খলীফা ওমর (রাঃ)।
৭. ৬২৩ খ্রিষ্টাব্দে। ৮. ৬২৪ খ্রিস্টাব্দে।
৯. ৭ম হিজরীতে। ১০. ৯ম হিজরীতে।
গত সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ বিষয়ক)-এর সঠিক উত্তর
১. রাঙামাটি যেলায়। ২. ৬২%।
৩. অগ্রহায়ণ-পৌষ। ৪. ওয়ারলেসের মাধ্যমে।
৫. বরিশালে। ৬. ২টি। বাংলা ও ইংরেজী
৭. শেখ মুজিবুর রহমান
৮. ১৩,৮৬১ টি (৬৩৮টি কলেজিয়েট স্কুলসহ)।
৯. ১০৫টি (৫৩টি বেসরকারী বিশ্ববিদ্যালয়সহ)।
১০. দেশে নির্মিত দ্বিতীয় বৃহৎ যুদ্ধ জাহায।
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইতিহাস বিষয়ক)
১. ইসলামে সর্বপ্রথম তীর চালান কোন ছাহাবী?
২. দুনিয়াতে প্রথম কবর দেওয়া হয়েছিল কাকে?
৩. পৃথিবীতে সবচেয়ে বেশী দিন জীবিত ছিলেন কে?
৪. ইসলামের প্রথম ঘর কোনটি?
৫. ইসলামের সর্বপ্রথম মসজিদ কোনটি?
৬. প্রথম গঠিত সমাজকল্যাণ সংগঠন কোনটি?
৭. দুনিয়াতে প্রথম খুনী কে?
৮. সর্বপ্রথম ইসলামের শিক্ষাকেন্দ্রর নাম কি?
৯. সর্বপ্রথম নৌকা তৈরী করেন কে?
১০. পৃথিবীতে মানব জাতির প্রথম ভাষা কার?
চলতি সংখ্যার সাধারণ জ্ঞান
১. লিসবন সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
২. চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায়?
৩. খ্রিষ্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ পাওয়া যায়?
৪. ইন্টারন্যাশনাল বিজনেস মেসিন (আই.বি.এম) কম্পিউটার তৈরি হয় কবে?
৫. শর্করা খাদ্যের প্রাথমিক উৎস কী?
৬. আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে?
৭. উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা ও লিনাক্স এগুলোকে কি বলা হয়?
৮. সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি?
৯. মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
১০. কোন দেশ পশম রপ্তানীতে শীর্ষে?
সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম
বখশী বাজার, ঢাকা।