গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর

১. ফেরআউন, হামান, কারূণ, আবু লাহাব, সামেরী, আযর ও ইবলীস।

২. লাত, মানাত, উয্যা, ওয়াদ, সুয়া, ইয়াগূছ, ইয়াউক ও নাসর।

৩. ১৪টি সম্প্রদায়ের নাম।

৪. মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, মসজিদে যিরার।

৫. তূর পাহাড়, ছাফা, মারওয়া, আরাফাত ও জুদি পাহাড়।

৬. মৌমাছি, পিপিলিকা, মশা, মাকড়শা।

৭. সূরা কাওছারে ‘মীম’ নেই এবং সূরা ইখলাছে ‘বা’ নেই।

৮. সূরা নামলে।

৯. সূরা ফাতিহাকে।

১০. হাজ্জাজ ইবনে ইউসুফ ৭৫ হিজরীতে।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (ঐতিহাসিক স্থান ও স্থাপনা)-এর সঠিক উত্তর

১. দিনাজপুর।        ২. মোঘল আমলে।

৩. ঈশা খাঁ।           ৪. ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে।

৫. মহাস্থানগড়।     ৬. সোনারগাঁতে।

৭. সোনারগাঁতে।     ৮. সুবর্ণ গ্রাম।

৯. বাগেরহাট।       ১০. খান জাহান আলী।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. পবিত্র কুরআনের কি কি নাম কুরআনে উল্লিখিত হয়েছে?

২. কুরআন অবতরণ সমাপ্ত হয় কত সালের কোন তারিখে?

৩. ‘হে নূহ! সে তোমার পরিবারভুক্ত নয়’। কার ব্যাপারে একথা বলা হয়েছে?

৪. ইউসুফ (আঃ) স্বপ্নে কয়টি তারকাকে সিজদা করতে দেখেছিলেন?

৫. প্রচন্ড নিনাদে ধ্বংস করা হয় কোন জাতিকে?

৬. নাফরমানীর কারণে কোন জনপদটি উলটে দেয়া হয়েছিল?

৭. কোন নবী তাঁর কওমের ধ্বংসের জন্য দো‘আ করেছিলেন?

৮. পৃথিবীর কোথায় প্রথম কুরআন নাযিল হয়?

৯. কুরআনের সর্ববৃহৎ আয়াত কোনটি?

১০. কুরআনের ক্ষুদ্রতম আয়াত কোনটি?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ঐতিহাসিক স্থান ও স্থাপনা)

১. লালবাগ কেল্লা কে নির্মাণ শুরু করেন?

২. লালবাগ কেল্লার নির্মাণ কাজ শেষ করেন কে?

৩. লালবাগ কেল্লার আদি নাম কি?

৪. ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় কত সালে?

৫. বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন কে?

৬. তারা মসজিদ কোথায় অবস্থিত?

৭. বজরা শাহী মসজিদ কোথায় অবস্থিত?

৮. মুজিব নগর কোথায় অবস্থিত?

৯. মহামুনি বিহার কোথায় অবস্থিত?

১০. সোমপুর বিহার কে তৈরী করেন?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বংশাল, ঢাকা।






আরও
আরও
.