গত সংখ্যার সাধারণ জ্ঞান (গণিত বিষয়ক)-এর সঠিক উত্তর

১। ২০ গ্রাম।

২। পঁচিশ পয়সা ১০০টি ও দশ পয়সা ২০টি।

৩। ৬০ জন।

৪। ছাত্র-ছাত্রী ৬০ জন ও বেঞ্চ ১৮টি।

৫। পূর্বের ৯১ ও পরের ১৯ এবং পার্থক্য ৭২।

গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর

১। দাঁত   ২। বই    ৩। পেট   ৪। আনারস         

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)

১। পবিত্র কুরআনে কোন নবীর আলোচনা সর্বাধিক স্থানে এসেছে?

২। কওমে মূসা ও ফেরাউনের আলোচনা কুরআনের কয়টি সূরায় কয়টি জায়গায় এসেছে?

৩। ফেরাউন কি কোন ব্যক্তির নাম?

৪। ফেরাউনের লাশের ‘মমি’ কোথায় সংরক্ষিত আছে?

৫। মূসা ও ফেরাউনের ঘটনা কোন দেশের?

সংগ্রহে : ইমামুদ্দীন

 কেন্দ্রীয় পরিচালক, সোনামণি।

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)

১। ছোট্ট একটি ঘরে, হাযার মানুষ ধরে।

২। উত্তরটা সহজ তবু কার আছে জানা

এক পুকুরে দুই পানি খেতে নেই মানা।

৩। উপরে ময়ুরের পেখম নীচে হাতির দাঁত

     যে না বলতে পারে সে বোকার জাত।

৪। উপরে পাতা নীচে দড়ি, ইঞ্জিন ছাড়া চলে গাড়ি।

৫। মঙ্গল থেকে আসল খোজা, নীচে লাঠি মাথায় বোঝা।

সংগ্রহে : গোলাম কিবরিয়া

 কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

সোনামণি সংবাদ

ফুদকীপাড়া, পবা, রাজশাহী ৬ এপ্রিল বুধবার : অদ্য বাদ আছর পবা থানাধীন ফুদকীপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মক্তবের শিক্ষক জনাব আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অন্যান্যের আলোচনা পেশ করেন সোনামণি রাজশাহী মহানগরীর সহ-পরিচালক মুহাম্মাদ সাখাওয়াত হুসাইন।

পাঁজরভাঙ্গা, মান্দা, নওগাঁ ৭ এপ্রিল বৃহস্পতিবার : অদ্য বাদ যোহর মান্দা থানাধীন পাঁজরভাঙ্গা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি বৈঠক অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আনীসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অনুষ্ঠানে পাঁজরভাঙ্গা আহলে সুন্নাহ হাফিযিয়া মাদরাসার শিক্ষক হাফেয আব্দুল জলীলকে পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট ‘সোনামণি’ নওগাঁ যেলা পরিচালনা পরিষদ গঠন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি আফযাল হুসাইন, যেলা ‘যুবসংঘ’-এর সাধারণ সম্পাদক আব্দুল আলীম ও আল-মারকাযুল ইসলামী আস-সালাফী নওদাপাড়া, রাজশাহী শাখার সহ-পরিচালক যাকারিয়া।

বাঁকাল, সাতক্ষীরা ৭ এপ্রিল বৃহস্পতিবার : অদ্য সকাল সাড়ে ১০-টায় দারুল হাদীছ আহমাদিয়া সালাফিইয়াহ, বাঁকালে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোনামণি যেলা পরিচালক আব্দুল্লাহ আল-মামূনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর শূরা সদস্য ড. এ এস এম আযীযুল্লাহ, সাতক্ষীরা যেলা ‘আন্দোলন’-এর সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হুসাইন, সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান ও সোনামণি সাতক্ষীরা যেলার দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠানে হাফীযুর রহমানকে পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট সোনামণি সাতক্ষীরা যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।

চাঁদমারী, পাবনা ১৩ এপ্রিল বুধবার : অদ্য বেলা ১২-টায় চাঁদমারী আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ পাবনা যেলার সভাপতি এস.এম. তারিক হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক বযলুর রহমান। অনুষ্ঠানে আনোয়ার হোসাইনকে পরিচালক করে ৫ সদস্য বিশিষ্ট সোনামণি পাবনা যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়।      

কুরআনই জীবন বিধান

জসীমুদ্দীন

ভাড়ালীপাড়া, সপুরা, রাজশাহী।

সকল বিদ্যা শিখলিরে তুই শিখলি না কুরআন,

বলতে তবু লাজ করে না আমি মুসলমান।

যদিও কুরআন পড়তে শিখিস দায়সারা কোন মতে,

তাজবীদ ছাড়াই যেনতেন রকম ভুল হয় তেলাওয়াতে।

পড়তে জানলেও পড়িস না কুরআন প্রতিনিয়ত,

যারাও বা পড়িস গড়িস না কেন জীবন ইহার মত?

কুরআন কি শুধু তা‘বীযের দো‘আ ঝাড়-ফুঁকের মন্ত্র?

কুরআন হ’ল ক্বিয়ামত তক পূর্ণ জীবনতন্ত্র।

কৃষ্ণ হরফ পড়লিই শুধু জানলি না অনুবাদ,

আজীবন শুধু বোঝা বইলি চেখে দেখলি না স্বাদ।

জানলি না এর লুকায়িত মর্ম হিকমত আহবান

বুঝলি না ইহা বিশ্বের তরে পূর্ণ জীবন বিধান।

যত্ন করে চুমা খেলি লাগালি কপালে বুকে

পড়লি না শুধু শোভা পেল দামী আলমারী তাকে।






আরও
আরও
.