গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর

১. তেইশ বছরে।

২. চার স্থানে। (১) সূরা আলে ইমরানে (৩/১৪৪)। (২) সূরা আহযাবে (৩৩/৪০)। (৩) সূরা মুহাম্মাদে (৪৭/২)। (৪) সূরা ফাতাহ্-এ (৪৮/২৯)।

৩. সূরা আলাকের প্রথম ৫টি আয়াত।

৪. সূরা বাক্বারার ২৮১ নং আয়াত।    ৫. সূরা ফাতিহা।

৬. ছাহাবায়ে কেরামের স্মৃতিতে, লিখিত অবস্থায় চামড়ায়, হাড়ে, পাতায় ও পাথরে।                   ৭. আবু বকর (রাঃ)।    

৮. যায়েদ বিন ছাবেত (রাঃ)-কে।    ৯. ওমর বিন খাত্ত্বাব (রাঃ)।

১০. আলী বিন আবী তালেব, মু‘আবিয়া বিন আবী সুফিয়ান, যায়েদ বিন ছাবেত ও উবাই বিন কা‘ব (রাঃ) প্রমুখ।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (স্বদেশ বিষয়ক)-এর সঠিক উত্তর

১. জাফলংকে ২. কুয়াকাটাকে ৩. তুলা গাছকে ৪. বান্দরবনকে ৫. পঞ্চগড়কে ৬. কক্সবাজার হিমছড়ি পাহাড়ে ৭. সীতাকুন্ডের চন্দ্রনাথের পাহাড়ে ৮. মাধবকুন্ড ৯. ইকোপার্ক ১০. নারিকেল গাছকে।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. কোন যুগে কার নির্দেশে কুরআনের অক্ষরে নকতা দেয়া হয়?

২. কুরআনে নকতা দেয়ার কাজটি কে করেন?

৩. কুরআনে কে হরকত সংযোজন করেন?

৪. পবিত্র কুরআনে কতবার ‘দুনিয়া’ শব্দটি এসেছে?

৫. পবিত্র কুরআনে কতবার ‘আখেরাত’ শব্দটি এসেছে?

৬. পবিত্র কুরআনে কতটি অক্ষর রয়েছে?

৭. পবিত্র কুরআনে কতটি শব্দ আছে?

৮. পবিত্র কুরআনে কতটি আয়াত আছে?

৯. কোন সূরার শেষ দু’টি আয়াত কোন মানুষ রাত্রে পাঠ করলে তার জন্য যথেষ্ট হবে?

১০. পবিত্র কুরআনে কতটি সিজদা আছে এবং কোন কোন সূরায়?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান

১. কোন ফুলকে স্বাগের গাছ বলা হয়?

২. নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?

৩. বাংলাদেশের বৃহত্তম লাইব্রেরীর নাম কী

৪. কক্সবাজাররের পূর্ব নাম কী

৫. স্বাধীনতার পর প্রথম ডাকটিকিটে কিসের ছবি ছিল?

৬. জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দেন কে?

৭. দেশের প্রথম এফএম রেডিও কোনটি?

৮. কোন কারাগারে দেশের প্রথম কারা গার্মেন্ট ‘রিজিলিয়ান্স’ যাত্রা শুরু করে?

৯. সম্প্রতি কোন দেশে ‘বাঁশ’ গাছের মর্যাদা হারিয়েছে?

১০. বিশ্বের কোন দেশে কুকুরের হোটেল আছে?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বংশাল, ঢাকা।

সোনামণি সংবাদ

চাঁদপুর, বিরামপুর, দিনাজপুর ৮ই মে মঙ্গলবার : অদ্য বাদ যোহর যেলার বিরামপুর উপযেলাধীন চাঁদপুর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’র পরিচালক রাশেদুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম।

ইটাখুর, নবাবগঞ্জ, দিনাজপুর ৯ই মে বুধবার : অদ্য সকাল ৭-টায় যেলার নবাবগঞ্জ উপযেলাধীন ইটাখুর আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র মসজিদের ইমাম মুহাম্মাদ মাক্ববূল হোসাইনের সভাপত্বিতে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম।

বামুন্দী, গাংনী, মেহেরপুর ৩১শে মে বৃহস্পতিবার : অদ্য সকাল ৯-টায় যেলার গাংনী থানাধীন বামুন্দী আহলেহাদীছ জামে মসজিদে এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা মানছূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক বরীউল ইসলাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ ইয়াকূব আলী।

মেকিয়ারকান্দা বাজার, ধোবাউড়া, ময়মনসিংহ ২রা জুন শনিবার : অদ্য বাদ এশা যেলার ধোবাউড়া থানাধীন মেকিয়ারকান্দা আহলেহাদীছ জামে মসজিদে এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম।

আন্দারিয়াপাড়া, ফুলবাড়িয়া, ময়মনসিংহ ৩রা জুন রবিবার : অদ্য বাদ যোহর যেলার ফুলবাড়িয়া থানাধীন আন্দারিয়াপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মুহাম্মাদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম।

গাড়ুদহ, সিরাজগঞ্জ ৪ঠা জুন সোমবার : অদ্য সকাল ৯-টায় যেলার সদর থানাধীন গাড়ুদহ হাফিযিয়া মাদরাসায় এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি শামীম আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ শরীফুল ইসলাম।

একই দিনে বাদ যোহর যেলার কাযীপুর থানাধীন গান্ধাইল নয়াপাড়া আহলেহাদীছ জামে মসজিদে এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘যুবসংঘ’-এর সহ-সভাপতি মুহাম্মাদ মাহমূদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘সোনামণি’র পরিচালক মুহাম্মাদ শরীফুল ইসলাম।

বুড়াবুড়ী, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ৯ই জুন শনিবার : অদ্য দুপুর ১২-টায় গোবিন্দগঞ্জ থানাধীন বুড়াবুড়ী আলহেরা সালাফিয়া মাদরাসা মসজিদে এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মুহাম্মাদ মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। উল্লেখ্য যে, প্রশিক্ষণে বালক-বালিকা সহ মোট ১৩১ জন সোনামণি উপস্থিত ছিল।

একই দিন বাদ আছর গোবিন্দগঞ্জ থানাধীন বামনহাজরা আহলেহাদীছ জামে মসজিদে এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’র সহ-পরিচালক মুহাম্মাদ রাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম।

দক্ষিণ ছয়ঘরিয়া, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা ১০ই জুন রবিবার : অদ্য সকাল ৮-টায় গোবিন্দগঞ্জ থানাধীন দক্ষিণ ছয়ঘরিয়া ফছীহুদ্দীন হাফিযিয়া মাদরাসায় এক ‘সোনামণি’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘সোনামণি’র পরিচালক ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মুহাম্মাদ ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম।






আরও
আরও
.