করাতকান্দি, কুমারখালী, কুষ্টিয়া ২১শে ডিসেম্বর সোমবার : অদ্য বাদ যোহর করাতকান্দি আহলেহাদীছ জামে মসজিদে ‘সোনামণি’ কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি হাশীমুদ্দীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত সোনামণি কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র যেলা ‘যুবসংঘ’-এর সভাপতি ইনামুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ তুহিন। অনুষ্ঠান শেষে মুস্তাকীম হুসাইনকে পরিচালক করে সাত সদস্য বিশিষ্ট সোনামণি কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলা পরিচালনা পরিষদ পুনর্গঠন করা হয়। বেড়াশুলা, ঝিনাইদহ ৩১শে ডিসেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর বেড়াশুলা আহলেহাদীছ জামে মসজিদে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাস্টার ইয়াকূব হোসাইন, ‘সোনামণি’ পরিচালক মুহাম্মাদ আসাদুযযামান ও অত্র মসজিদের ইমাম মাওলানা বেলালুদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন যেলা সোনামণি সহ-পরিচালক নযরুল ইসলাম। মোহনপুর, রাজশাহী ৩১শে ডিসেম্বর বৃহস্পতিবার : অদ্য বাদ আছর খানপুর কেন্দ্রীয় আহলেহাদীছ জামে মসজিদে খানপুর (বাগবাজার) শাখার উদ্যোগে এক সোনামণি প্রশিক্ষণ অনুষ্ঠিত। মাওলানা ছূফী আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। বিশেষ অতিতি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-পরিচালক হাফেয হাবীবুর রহমান ও রাজশাহী-পশ্চীম যেলা সোনামণি সহ-পরিচালক বুলবুল আহমাদ। অনুষ্ঠানে মুহাম্মাদ হাফীযুর রহমানকে পরিচালক করে সোনমণি বালক ও বালিকা পৃথক শাখা গঠন করা হয়। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে মুহাম্মাদ রুহুল আমিনও জাগরণী পরিবেশন করে আব্দুল কুদ্দূস। অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মাদ নাঈম ইসলাম। পবা, রাজশাহী ৩রা জানুয়ারী রবিবার : অদ্য বাদ যোহর মধ্য-ভূগরইল আহলেহাদীছ জামে মসজিদে বিশটি সূরা ও সোনামণি পরিচিতির উপর এক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মধ্য-ভূগরইল শাখার সভাপতি জনাব মুনীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ রাজশাহী মহানগরের পরিচালক আসাদুল্লাহ আল-গালিব। প্রতিযোগিতায় বিজয়ী তিন জনকে পুরস্কৃর করা হয়। প্রথম স্থান অধিকার করে মাহফূযা খাতুন (আনিকা), দ্বিতীয় স্থান অধিকার করে সুমাইয়া আখতার এবং তৃতীয় স্থান অধিকার করে শাহরিয়ার হুসাইন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সোনামণি কেন্দ্রীয় সহ-পরিচালক রবীউল ইসলাম। নওদাপাড়া, রাজশাহী ১৩ই জানয়ারী, বুধবার : অদ্য বাদ মাগরিব সোনামণি আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স এলাকার উদ্যোগে সোনামণি মারকায এলাকার প্রধান উপদেষ্টা হাফেয লুৎফর রহমানের সভাপতিত্বে দারুল হাদীছ বিশ্ববিদ্যালয় (প্রাঃ) জামে মসজিদে ২০১৬ সালের প্রথম বৈঠক অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনামণি কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালীম, সহ-পরিচালক রবীউল ইসলাম, যয়নুল আবেদীন ও হাফেয হাবীবুর রহমান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী কমপ্লেক্স-এর প্রিন্সিপ্যাল আব্দুল খালেক সালাফী, ভাইস-প্রিন্সিপ্যাল নূরুল ইসলাম, সোনামণি মারকায এলাকার উপদেষ্টা নযরুল ইসলাম ও লতীফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করে সোনামণি আব্দুল্লাহ এবং ইসলামী জাগরণী পরিবেশন করে আব্দুল হাসীব। অনুষ্ঠান পরিচালনা করে সোনামণি মারকায এলাকার সহ-পরিচালক মুহাম্মাদ শহীদুল্লাহ।




আরও
আরও
.