গত সংখ্যার সাধারণ জ্ঞান (ভূগোল)-এর সঠিক উত্তর

১।  প্রায় ১৩ লক্ষ বর্গমাইল।

২। পৃথিবীর মধ্যস্থলে।

৩। লোহিত সাগর বা সায়না উপদ্বীপ।

৪।  আরব উপসাগর।

৫। মরুময়।

গত সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)-এর সঠিক উত্তর

১। কচুর পাতা।       ২। জাল।              ৩। ছাতা।

৪। আনারস।          ৫। ছবি বা প্রতিবিম্ব।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (ইসলামী)

১। ইবরাহীম (আঃ) কোথায় জন্মগ্রহণ করেন?

২। ইবরাহীম (আঃ) কত বছর বয়সে নবুঅত লাভ করেন?

৩। ইবরাহীম (আঃ)-এর নিজ পরিবারের কে কে মুসলমান হন?

৪। ইবরাহীম (আঃ) কোন জাতির নিকট প্রেরিত হন?

৫। ইবরাহীম (আঃ) কোথায় শয়তানকে পাথর নিক্ষেপ করেন?

চলতি সংখ্যার মেধা পরীক্ষা (ধাঁধা)

১। চিরল চিরল পাতা সোনার মত লতা

পাকলে আনে, মজলে খায় তার পরে তার স্বাদ পায়।

২। অাঁকা-বাঁকা নদীটি গো-চরণে যায়

হাজার টাকার বস্তা ভেঙ্গে চাল ছোলা খায়।

৩। ঘুরি ফিরি যুদ্ধ করি মরিবার ভয়ে,

না ছুঁলে সে মরে না ছুঁলে পরে মরে।

৪। একটা খুড়িয়া মুল্লুকটা জুড়িয়া।

৫। শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয়,

বিজ্ঞজনে বলে, যা বুঝেছ তা নয়।

সংগ্রহে : গোলাম কিবরিয়া

কেন্দ্রীয় সহ-পরিচালক, সোনামণি।

সোনামণি সংবাদ

বাগমারা, রাজশাহী ৩১ ডিসেম্বর শনিবার : অদ্য বাদ মাগরিব হাটগাঙ্গোপাড়া আহলেহাদীছ জামে মসজিদে সোনামণি হাটগাঙ্গোপাড়া শাখার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী যেলা ‘আন্দোলন’-এর সাবেক প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আহমাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘সোনামণি’ কেন্দ্রীয় পরিচালক ইমামুদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যেলা ‘আন্দোলন’-এর সাংগঠনিক সম্পাদক এসএম সিরাজুল ইসলাম মাষ্টার ও ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’-এর কেন্দ্রীয় তাবলীগ সম্পাদক ও সোনামণি সাবেক কেন্দ্রীয় সহ-পরিচালক আব্দুল হালীম। উক্ত সমাবেশে আব্দুল মালেক মাষ্টারকে পরিচালক করে পাঁচ সদস্য বিশিষ্ট সোনামণি বাগমারা উপযেলা পরিচালনা পরিষদ গঠন করা হয়।

প্রার্থনা

মুহাম্মাদ মাহদী হাসান

জামিরা, পুঠিয়া, রাজশাহী।

আল্লাহ মোদের সৃষ্টিকর্তা তিনি মোদের রব

তাঁর ইশারাতেই চলে এই পৃথিবীর সব।

আল্লাহ তুমি রহম কর আমাদের উপর,

শান্তি যেন পাই মোরা কবরের ভিতর।

জাহান্নামের শাস্তি হ’তে মুক্তি যেন পাই,

মোদের তুমি রক্ষা কর এই প্রার্থনা জানাই।

ক্বিয়ামতের কঠিন দিনে তোমার রহম চাই,

সূর্যের খরতাপ হ’তে যেন রেহাই পাই।

হাশরের দিন বড়ই কঠিন আমরা সবাই জানি,

তরাবে মোদের তুমি ওহে অন্তরযামী।

***

তাবলীগী ইজতেমা

মুহাম্মাদ শহীদুল্লাহ

রসূলপুর, কামারখন্দ, সিরাজগঞ্জ।

চলরে চল নওদাপাড়ায় চল

অহি-র শিক্ষা নিতে

ইজতেমাতে চল।

কুরআনের পথে যেতে

জান্নাতের রাস্তা পেতে,

ইজতেমাতে যাব মোরা

রাজশাহীতে চল।

হক্বের দীক্ষা পেতে

চল মুমিন ইজতেমাতে

পরকালে মুক্তি পেতে

দ্বীন মেনে চল দুনিয়াতে।

 মোরা আহলেহাদীছ

বাতিলকে করি না ভয়

আল্লাহ মোদের সাথে আছেন

তিনিই মোদের সহায়।

রাসূল মোদের একমাত্র নেতা

তাঁর তরীকাই মানব

অহি-র বিধান মেনে চলে

পরকালে জান্নাতে যাব।

***

আল্লাহর সৃষ্টি

আব্দুল মতীন

নওদাপাড়া মাদরাসা, রাজশাহী।

আল্লাহর সৃষ্টি আকাশ-বাতাস

সারা দুনিয়া-জাহান

আল্লাহর সৃষ্টি ফেরেশতাকুল

জিন-পরী ও ইনসান।

জান্নাত-জাহান্নাম সবকিছু

মহান আল্লাহর সৃষ্টি,

তাঁর মহিমা দেখে দেখে

জুড়ায় সবার দৃষ্টি।

নদ-নদীর মিঠা পানি

ফল ফলাদি মিষ্টি,

সবকিছু মানুষের তরে

মহান আল্লাহর সৃষ্টি।






আরও
আরও
.