গত সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)-এর সঠিক উত্তর

১. সূরা নূরের ২নং আয়াতে।

২. সূরা মায়েদার ৩৮ নং আয়াতে।

৩. সূরা নূরের ৪ নং আয়াতে।

৪. সূরা নূরের ৩০-৩১ নং আয়াতে।

৫. সূরা নিসার ১১, ১২ ও ১৭৬ নং আয়াতে।

৬. সূরা নিসার ২৩, ২৪ নং আয়াত।

৭. সূরা তওবার ৬০ নং আয়াতে।

৮. সূরা বাক্বারার ১৮৩-১৮৭ নং আয়াতে।

৯. সূরা যুখরুফের ১৩ নং আয়াতে।

১০. সূরা আহযাবের ৫৬ নং আয়াতে।

গত সংখ্যার সাধারণ জ্ঞান (ঐতিহাসিক স্থান ও স্থাপনা)-এর সঠিক উত্তর

১. ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে, স্থপতি হামিদুর রহমান।

২. ঢাকার সাভারে, স্থপতি সৈয়দ মইনুল হোসেন।

৩. ঢাকার শেরে বাংলানগরে, স্থপতি লুই আইকান।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে, স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ।

৫. সাভারস্থ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে, স্থপতি জাহানারা পারভীন।

৬. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, স্থপতি নিতুন কুন্ডু।

৭. ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে, স্থপতি শামীম সিকদার।

৮. ঢাকার মীরপুরে, স্থপতি মোস্তফা হারূণ কুদ্দূস।

৯. ঢাকার মীরপুরে, স্থপতি ফরীদুদ্দীন আহমাদ।

১০. ঢাকার শাহবাগে, স্থপতি মোস্তফা কামাল।

১১. ঢাকার কমলাপুরে, স্থপতি মিঃ বব বুই।

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (কুরআন বিষয়ক)

১. কোন সূরার কোন আয়াতে হুনায়ন যুদ্ধের কথা আলোচিত হয়েছে?

২. কোন সূরায় বদর যুদ্ধের ঘটনাবলী উল্লেখ করা হয়েছে?

৩. কোন সূরায় বনু নাযীরের যুদ্ধের ঘটনা উল্লেখিত হয়েছে?

৪. কোন সূরায় খন্দক যুদ্ধের ঘটনা উল্লেখিত হয়েছে?

৫. কোন সূরায় তাবূক যুদ্ধের ঘটনা উল্লেখিত হয়েছে?

৬. কোন সূরায় রাসূল (ছাঃ)-এর হিজরতের ঘটনা উল্লেখিত হয়েছে?

৭. কোন সূরার কোন আয়াতে হারূত-মারূতের ঘটনা বর্ণিত হয়েছে?

চলতি সংখ্যার সাধারণ জ্ঞান (নদ-নদী)

১. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?

২. পদ্মা ও মেঘনা কোথায় মিলিত হয়েছে?

৩. তিস্তা ও ব্রহ্মপুত্র কোথায় মিলিত হয়েছে?

৪. ধলেশ্বরী ও শীতলক্ষ্যা কোথায় একত্রিত হয়েছে?

৫. যুমনা ও বাঙ্গালী কোথায় মিলিত হয়েছে?

৬. মেঘনা ও পুরাতন ব্রহ্মপুত্র কোথায় একত্রিত হয়েছে?

৭. সুরমা ও কুশিয়ারা কোথায় মিলিত হয়েছে?

সংগ্রহে : মুহাম্মাদ তরীকুল ইসলাম

বংশাল, ঢাকা।

বায়‘আত

 মুহাম্মাদ ইমরান হোসাইন, রাজশাহী

আমি মুসলিম এটাই কেবল

হোক মম পরিচয়

ভাইয়ে ভাইয়ে শত্রুতা ভুলে

মিত্রতা গড়ি সবাই।

শাফেঈ-মালেকী, হানাফী-হাম্বলী

কে ঘোষিল এত নাম?

এসো সবে মিলে রেষারেষি ভুলে

শিখি ছহীহ আহকাম।

কুরআন ও ছহীহ হাদীছে

রয়েছে যে বিধান

ছুড়ে ফেলে যিদ দ্বিধাহীন হৃদে

ধরি সেই আহকাম।

কী বলেছেন আল্লাহ তা‘আলা

কী বলেছেন রাসূল?

সেসব থেকে সুধরিয়ে নেই

জীবনের শত ভুল।

অবশেষে বলি একই সাথে চলি

হাতে রেখে সবে হাত

দৃঢ় চিত্তে নবীজির পথে

করি চলিবার বায়‘আত।






আরও
আরও
.