হাদীছ পড়ে জেনেছি ভাই

বিশ্ব নবীর কথা,

আল্লাহ তা‘আলা সকল কাজে

ভালবাসেন নম্রতা।

(বুখারী হা/৬০২৪)।

সকল কাজের ফলই হবে

নিয়ত অনুযায়ী

যে নিয়তে কাজটা করবে

ফলটা পাবে তাই-ই।

     (বুখারী, হা/১)।

এই জগতে একজন প্রকৃত

মুসলমান বলে তাকে

যার হাত ও মুখ থেকে

অন্যরা নিরাপদ থাকে।

(বুখারী হা/১০)।

ছালাত কখনো হয় না

সূরা ফাতিহা ছাড়া

এই বিষয়টা প্রমাণিত

বুখারীর হাদীছ দ্বারা।

       (বুখারী হা/৭৫৬)।







আরও
আরও
.