মৃত্যু! তুমি মাত্র দুই অক্ষরের একটি শব্দ,

মৃত্যু! তোমার দ্বারা হয় সকলেই চিরজব্দ।

মৃত্যু! তুমি কারু নিকট প্রিয় কারু কাছে তিক্ত,

মৃত্যু! তোমার স্মরণে মুমিন হয় অশ্রুসিক্ত।

মৃত্যু! তুমি জীবন সৌন্দর্য মিটাও করো বিস্বাদ,

মৃত্যু! তুমি স্বজনের বুকফাটা আর্তনাদ।

মৃত্যু! তুমি পিতৃহারা ইয়াতীমের আহাজারি,

মৃত্যু! তুমি মাতৃহারা সন্তানের অশ্রুবারি।

মৃত্যু! কুরআনে আল্লাহ করেছেন সংজ্ঞায়ন,

মৃত্যু! প্রাণী মাত্রই তোমার স্বাদ করবে আস্বাদন।

মৃত্যু! তুমি পৃথিবীর এক অদৃশ্য চিরসত্য,

মৃত্যু! তোমার বেদনা অব্যক্ত ভাষাহীন অকথ্য।

মৃত্যু! তুমি সকলের তাক্বদীরের একটি অংশ,

মৃত্যু! তুমি বান্দার দুনিয়ার জীবন কর ধ্বংস।

মৃত্যু! তুমি উড়িয়ে দাও বান্দার আখেরাতের পাল,

মৃত্যু! তোমায় বরণ আবশ্যিক আজ নতুবা কাল।

মৃত্যু! তুমি অভেদ্য দুর্গ হ’তেও ধরো শিকার,

মৃত্যু! কে কাফের কে মুমিন তুমি করনা বিচার।

মৃত্যু! তুমি ছালেহ বান্দার তরে বয়ে আন কল্যাণ,

মৃত্যু! দুর্ভোগ তাদের জন্য পায়নি যারা দ্বীনের সন্ধান।

মৃত্যু! তুমি আমীর-ফকীর সমান সকলের তরে,

মৃত্যু! তোমা হ’তে নেই নিস্তার যেতে হবেই কবরে।

মৃত্যু! নেক আমলে তোমার দেখায় সুখ-অতি,

মৃত্যু! পাপের বোঝায় আসলে তুমি ভয়ানক দুর্গতি।

মৃত্যু! তোমার স্মরণে পাঠ করি বারংবার,

আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজিরনী মিনান্নার।

মুহাম্মাদ মুবাশ্শিরুল ইসলাম

নওদাপাড়া, রাজশাহী।







আরও
আরও
.