মুহাম্মাদ মুমতায আলী খাঁন

ঝিনা, গোদাগাড়ী, রাজশাহী।

যে মানুষ হন প্রকৃত জ্ঞানী তিনি সর্বদা সত্যের সন্ধানী।

যেখানে তিনি সত্য খুঁজে পান, সেখানেই তিনি ছুটে যান।

নিজ সিদ্ধান্তে কখনো ভুল পথে করলে গমন,

তওবার মাধ্যমে দ্রুত করেন সংশোধন।

থাকুক হাযারো যুক্তি-তর্ক, থাকুক নানান মতামত,

সবকিছু অগ্রাহ্য করে অাঁকড়িয়ে থাকেন অভ্রান্ত অহী-র পথ।

দল, সংখ্যা, ব্যক্তি আর যত রকম বাতিল রসম-রেওয়াজ,

তুলুক না কেন সর্বনাশা সয়লাবের ভয়ংকর আওয়াজ।

একজন সত্যসেবী দাঁড়িয়ে থাকেন ঠিক হিমাদ্রির মত স্থির অটল,

শত ঝড়-ঝাঞ্ঝায় হন না মোটেও অস্থির টলমল।

তিনি তো  সত্যের সন্ধানী সত্যসেবী তার পরিচয়

দুনিয়ার বিনিময়ে আখিরাতকে করেন না বিক্রয়।

তিনি যুগে যুগে সত্যের সাক্ষ্যদাতা নবী-ছাহাবীদের সহচর,

জাহেলিয়াতের অন্ধকারে সার্চলাইট হেদায়াতের বাতিঘর।

নবী-রাসূলকে দেখিনি কিন্তু জেনেছি সত্যের  মানদন্ড তাঁরা,

আল্লাহর রেযামন্দীর পথ পাবে না কেউ তাঁদের অনুসরণ ছাড়া।

রাস্তার মাইলফলক দেখে পথিক পথকে যেমন চিনে,

তেমনি সত্যসেবীকে দেখে পথভোলা ফিরে আসে আসল দ্বীনে।

তিনি তো সর্বক্ষণ রাহেলিল্লাহে এক অক্লান্ত দাঈ ইলাল্লাহ,

জান, মাল, সময় ত্যাগ করে হন এ যুগের যবীহুল্লাহ।

সত্যই থাকে সর্বদা লক্ষ্য যেমন পূর্ব আকাশে নিত্য সূর্যোদয়

সত্যই দাঁড়িয়ে থাকবে চিরকাল, মিথ্যা পালাবে নিশ্চয়।

তাই এসো সত্য সন্ধানী সেনানীরা গড়ি মযবূত মহতী জামা‘আত

আল্লাহর ওয়াস্তে করি কুরআন-সুন্নাহর শর্তহীন এতা‘আত।






আরও
আরও
.